৬ অধ্যায় ।] যেহেনলিখিত সুসমাচার। _సిసి ১৫ সেই ভবিষ্যদ্বক্তা । অতএব লোকেরা আসিয় তাহাকে আক্রমণ করিয়। রাজা করিবে, যীশু তাহদের এমন মনস্থ বুঝিয়া একাকী পুনশ্চ পৰ্ব্বতে গমন করিলেন । ১৬ অপর সায়ংকাল উপস্থিত হইলে শিষ্যেরা হ্রদের তীরে গিয়া নৌকারোহণ করিয়া হ্রদের ওপারস্থ কফ> 업 नाडूम নগরের দিগে চলিল । সে সময়ে অন্ধকার উপস্থিত হইল, কিন্তু যীশু তাহদের নিকটে আসিয়াছি১৮ লেন না ; এবং প্রবল বায়ু বহনেতে হ্রদে বড় তরঙ্গ ১৯ হইতে লাগিল । তাহাতে তাহারা বাহিয়া দেড় বা দুই ক্রোশ গেলে পর যীশুকে জদের উপর হটিয় নৌকার ২ - নিকটে আগমন করিতে দেখিয়া ত্ৰাসযুক্ত হইল। কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, এ তামি, ভয় করিও না । ২১ তখন তাহার। র্তাহাকে নৌকাতে স্বচ্ছন্দে গ্রহণ করিল ; এবং তৎক্ষণাৎ উদ্দেশ্য স্থানেতে নৌকা উপস্থিত হইল । ২২ অপর যে নৌকায় শিষ্যেরা গিয়াছিল, তদ্ভিন্ন অণর কোন নেীক সে স্থানে ছিল না, এবং যীশু শিষ্যদের সহিত যান নাই, কেবল শিষ্যেরা গিয়াছিল, ইছ। ও২৩ পারে স্থিত লোকের জ্ঞাত হইল । কিন্তু ইতিমধ্যে প্ৰভু যে স্থানে ঈশ্বরের গুণানুবাদ করিলে লোকের রুটী খইয়াছিল, সেই স্থানের নিকটে তিবিরিয়াহইতে আর২ ২৪ নেীক আইল । যীশু সে স্থানে নাই, এবং শিষ্যেরাও সে স্থানে নাই, পরদিবসে ইহ। দেখিয়া লোকেরা নৌকযোগে যীশুর অন্বেষণে কফর্নাঙ্কুম নগরে গেল । ২৫ তাহাতে তাহার। হ্রদের ওপারে তাহার সাক্ষাৎ পাইলে কহিল, হে গুরো, আপনি এ স্থানে কখন আইলেন ? ২৬ তখন যীশু তাহাদিগকে উত্তর করলেন ; আমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, আশ্চৰ্য্য কৰ্ম্ম দর্শনের 299
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০৯
অবয়ব