পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায়।] যেহেনলিখিত সুসমাচার। లి6) ৩৮ ক্রমে দূর করিব না । নিজ অভিমত সিদ্ধ করিবার নিমিত্তে নয়, কিন্তু প্রেরণকৰ্ত্তার অভিমত সিদ্ধ করিতে স্বর্গ৩৯ হইতে নামিয়াছি । তিনি যে২ লোক অামাকে দিয়াছেন, আমি তাহীদের এক জনকেও ন৷ হারাইয়া শেষদিনে সকলকে উঠাইব, এই আমার প্রেরণকৰ্ত্ত পি৪ - তার অভিমত । আর যে কেহ মনুষ্যপুত্রকে দেখিয়া বিশ্বাস করে, সে অনন্ত পরমায়ুর অধিকারী হইয়া শেষদিনে আমাকর্তৃক উত্থাপিত হইবে, এই আমার প্রেরণকর্তার অভিমত । ৪ ১ তখন স্বৰ্গহইতে যে ভক্ষ্য নামিয়াছে, আমিই সেই ভক্ষ্যস্বৰূপ, যিহুদীয় লোকেরা তাহার এই কথাতে র্তা৪২ স্থার বিষয়ে বচসা করিয়া বলিতে লাগিল, যুফের পুত্র যীশু, যাহার মাতা পিতাকে জানি, এই কি সেই ব্যক্তি নহে? তবে স্বৰ্গহইতে নামিয়া আসিয়াছি, এ ক৪৩ থা কেমন করিয়া বলিতেছে ? তখন যীশু তাহাদিগকে ৪ ৪ উত্তর করিলেন, পরস্পর বাচসা করিও না । অামার প্রেরক পিতাকর্তৃক আকৰ্ষিত ন হইলে কেহ আমার নিকটে ভাসিতে পারে না ; কিন্তু আকৰ্ষিত ব্যক্তিকে ৪৫ অামি শেষদিনে উঠাইব । “ তাহার। সকলে ঈশ্বরের “শিক্ষিত হইবে,” ভবিষ্যদ্বস্তৃগণের গ্রন্থে এমত লিপি আছে; অতএব যে কেহ পিতাহইতে শ্রবণ করিয়৷ শিক্ষা ৪৬ পায়, সেই আমার কাছে আসিবে । যিনি ঈশ্বরহইতে হন, তাহ ব্যতিরেকে কোন মনুষ্য পিতাকে দেখে নাই, ৪ ৭ কেবল তিনিই পিতাকে দেখিয়াছেন । আমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, যে ব্যক্তি অামাতে প্রত্যয় ৪৮ করে, সে অনন্ত পরমায়ু পায় । আমিই পরমায়ুর 8 ৯ ভক্ষ্যস্বৰূপ । তোমাদের পিতৃলোকের প্রান্তরে মান্ন। 301