পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। N)( S) জ্ঞাসা করিয়া পীলাত পুনৰ্ব্বার বাহিরে গিয়া যিহুদীয়দিগকে কছিল, আমি এ ব্যক্তির কোন দোষ পাই না । ৩৯ আর নিস্তার পর্ব সময়ে এক বন্দিকে মুক্ত করিয়া দিতে হয়, এমন তোমাদের এক রীতি আছে ; অতএব তোমাদের নিকটে যিহুদীয়দের রাজাকে কি মুক্ত ৪ • করিয়া দিব ? তোমাদের ইচ্ছা কি ? তখন তাহারা সকলেই উচ্চৈঃস্বরে কহিল, এই মনুষ্যকে নয়, কিন্তু বরব্বাকে । ঐ বরবা দসু্য ছিল । ১১ তাধ্যায় । ১ পীলাতকস্তৃক যীশুকে নিদোষ প্রাপ্ত হইলেও তাঁহাকে কোড়া প্রহার ও তাহার মস্তকে কণ্টকের মুকুট দেওন ৮ ও যীশুকে মুক্ত করণে পালাতের চেষ্টা ১৩ ও যিজুর্দীয়দের জুটির নিমিত্তে তাহাকে ক্রুশে দিতে অrজ্ঞা দেওন ১৭ ও তাঁহাকে ক্রুশে বিদ্ধ করণ ২৩ ও তাহার বস্ত্রের বিভাগ ২৫ ও আপন মাতার প্রতি তাঁহার কথা ২৮ ও তাহার মৃত্যু ৩১ ও তাহার পাশ্বে বড়শ মারণ ৩৮ ও তাঁহাকে কবর দে গুন । ১ পীলাত যীশুকে লইয়। কোড়। প্রহার করাইল ; পরে ২ সেনাগণ কণ্টকনিৰ্ম্মিত মুকুট র্তাহার মস্তকে দিয়া, কৃষ্ণ৩ লোহিতবর্ণ রাজপরিচ্ছদ পরিধান করাইয়া, হে যিহুদীয়দের রাজন নমস্কার । ইহা বলিয়। র্তাহাকে চপেটা৪ ঘাত করিতে লাগিল । তখন পীলাত পুনর্বার বাহিরে যাইয়। লোকদিগকে কহিল, ইহার কোন দোষ পাই না ; দেখ, তাহ তোমাদিগকে জানাইবার নিমিত্তে ৫ তোমাদের নিকটে ইহাকে বাহিরে অনিয়া দি । পরে যীশু সেই কণ্টক মুকুট ও কৃষ্ণলোহিতবর্ণ বস্ত্র বিশিষ্ট হইয়। বাহিরে তাইলে পর পীলাত কহিল, দেখ, এই ৬ মনুষ্য । তখন প্রধান যাজকের ও পদাতিকগণ র্তাহকে দেখিয়, ইহাকে ক্রুশে বিদ্ধ কর, ক্রুশে বিদ্ধ 353