পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫ 8 যোহন লিখিত সুসমাচার। [ ১৯ অধ্যায় । কর, বলিয়। চেচাইতে লাগিল। তাহাতে পীলাত কহিল, তোমরা আপনার ইহাকে লইয়া ক্রুশে বিদ্ধ কর; আমি ইহার কোন দোষ পাই না । যিহুদীয়েরা উত্তর করিল, আমাদের যে ব্যবস্থা আছে, তদনুসারে ইহার প্রাণদণ্ড করা উচিত, যেহেতুক এ ব্যক্তি আপনাকে ঈশ্বরের পুত্ৰ করিয়া বলিয়াছে । পীলাত এ কথা শুনিয়া আরও ত্ৰাসযুক্ত হইয়া পুনবার রাজগৃহে প্রবেশ করিয়া যীশুকে জিজ্ঞাসা করিল, তুমি কোথাকার লোক ? কিন্তু যীশু তাহার কোন উত্তর করিলেন না । তাছাতে পীলাত কহিল, আমার সহিত কি তুমি কথা কহিব না ? তোমাকে ক্রুশে বিদ্ধ করিতে আমার ক্ষমতা আছে, এবং তোমাকে মুক্ত করিতেও আমার ক্ষমতা আছে, তাহা কি তুমি জান না ? তখন যীশু উত্তর করিলেন, ঈশ্বর না দিলে আযার বিরুদ্ধে তোমার কোন কতৃত্ব হইতে পারিত না ; তথাপি যে ব্যক্তি তোমার হস্তে আমাকে সমৰ্পণ করি X X ল, তাহারই অধিক পাতক জন্মিল । তদবধি পীলাত ১২ তাহাকে মুক্ত করিতে চেষ্টা করিল, কিন্তু যিহুদীয়ের চেচাইয়। বলিল, যদি এই মনুষ্যকে ছাড়িয়া দেও, তবে তুমি কৈসরের মিত্ৰ নছ ; যে জন আপনাকে রাজ। করিয়া বলে, সেই কৈসরের বিরুদ্ধে কথা কহে । এ কথা শুনিয়া পীলাত যীশুকে বাহিরে অণনাইয়। নিস্তার পর্বের আয়োজন দিবসের দুই প্রহরের পূর্বসময়ে প্রস্তরবান্ধা নামক স্থানেতে, অর্থাৎ ইত্ৰীয় ভাষাতে যাহাকে গৰ্ব্বথা বলা যায়, এমন স্থানেতে বিচারাসনে বসিল । পরে পীলাত যিহুদীয়দিগকে বলিল, তোমাদের রাজাকে দেখ। কিন্তু ইহাকে দুর কর 354 > ○ X 9 > ○