পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○○ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [১ অধ্যায়। সময় পিতা আপন বশে রাখিয়াছেন, তাহী জানিতে তোমাদের অধিকার হয় না । কিন্তু তোমাদিগেতে প- ৮ বিত্র আত্মার আবির্ভাব হইলে তোমরা ক্ষমতা প্রাপ্ত হইয়। যিৰূশালম ও সমুদয় যিভূদ। এবং শোমিরোণ দেশে, এবং পৃথিবীর সীমা পৰ্য্যন্ত যত দেশ, সৰ্ব্বত্র আমার সাক্ষী হইবা । এ কথা কহিয়া তিনি তাহদের সাক্ষাতে উৰ্দ্ধে নীত হইলেন, এবং মেঘাৰ হইয়। సె তাহাদের দৃষ্টির অগোচর হইলেন । যে সময়ে তাহার। ১ • আকাশের প্রতি একদৃষ্টিতে তাহার এই ৰূপ উৰ্দ্ধগমন দেখিতেছিল, এমন সময়ে শুক্ল বস্ত্র পরিহিত দুই জন তাহাদের নিকটে দণ্ডায়মান হইয়। কহিতে লাগিল ; হে গালীলীয় লোকেরা, তোমরা কি জন্যে আকাশের প্রতি দৃষ্টি করিয়া দাড়াইয়া আছ ? এই যে যীশু তোমাদের নিকটহইতে স্বগেতে নীত হইলেন, তাহাকে তোমরা যে ৰূপ স্বর্গারোহণ করিতে দেখিলা, তারূপে তিনি পুনর্বার আগমন করিবেন । পরে তাহারা জৈতুন নামক পৰ্ব্বতহইতে বিশ্রামবারের পথ (অর্থাৎ প্রায় অৰ্দ্ধ ক্রোশ) দূর যে যিৰূশালম নগর, তথায় ফিরিয়া আইল ৷ অনন্তর নগরে প্রবেশ করিয়৷ পিতর ও যাকুব ও যোহন ও আন্দ্রিয়, এবং ফিলিপ ও থোম, এবং বর্থলময় ও মথি, এবং আলফেয়ের পুত্র যাকুব ও উদযোগী শিমোন এবং যাকুবের ভ্রাতা যিহুদা, এই সকলে যে স্থানে বাস করিতেছিল, সেই গৃহের উপরের কুঠরীতে গেল । পরে ইহার এবং কতক গুলিন স্ত্রীলোক, ও যীশুর মাতা মরিয়ম ও তাহার ভ্রাতৃবর্গ, এই সকলে একচিত্ত হইয়া অনবরত বিনয় ও প্রার্থনা করিতে লাগিল । 366 > - > R > \○ X 8