33 3 প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । [১৫ অধ্যায়। বক্তাদের উক্ত যে সকল বাক্য, তাহার সহিত ইহার ঐক্য হইতেছে ; যেৰূপ লিখিত আছে, “সৰ্ব্বকৰ্ম্ম স- ১৬ “ ধনকর্তা যে পরমেশ্বর, তিনি এই কথা কহেন, অব“শিষ্ট মনুষ্য সকল, এবং অন্যদেশীয় যত লোক অা“ মার নামে বিখ্যাত অাছে, তাহারা যেন পরমেশ্ব“রের তত্ত্বানুসন্ধান করে, এইজন্যে আমি ইহার পরে ১৭ “ফিরিয়া আসিয়া দায়ুদের পতিত তাম্ব, পুনর্বার উ“ ঠাইব, এবং তাহার উচ্ছিন্ন স্থান সকল পুনৰ্ব্বার প্র“ স্তুত করিব।” প্রথমাবধি ঈশ্বর আপনার তাবৎ কৰ্ম্ম ১৮ জ্ঞাত অাছেন । অতএব আমার নিবেদন এই, ভিন্ন- ১৯ দেশীয় লোকদের মধ্যে যাহারা ঈশ্বরের প্রতি ফিরিয়াছে, তাহাদিগকে আর কিছু ভার না দিয়া, দেবতা- ২ • দের অপবিত্র প্রসাদ ভক্ষণ, ও ব্যভিচার, এবং গলাটিপিয়া মারা প্রাণি ও রক্ত ভক্ষণ, এই সকল পরিত্যাগ করিতে লিখি । কেননা পূৰ্ব্বাপর মূসার ব্যবস্থা ২১ প্রচারকারি লোকেরা প্রতি নগরে অাছে, এবং প্রতি বিশ্রামবারেতেই ভজনালয়ে তাহার পাঠ হইতেছে । পরে প্রেরিতগণ ও প্রাচীনবগ এবং তাবৎ মণ্ডলী ২২ আপনাদের মধ্যহইতে বশব্ব বিখ্যাত যে যিহুদা, এবং সীল, ভ্রাতৃগণের মধ্যে প্রধান এই দুই জনকে মনোনীত করিয়া লইয়া পোল ও বর্ণববার সহিত আন্তিয়খিয়া নগরেতে প্রেরণ করা বিহিত বুঝিয়া তাহণদের দ্বারা পত্র পাঠাইয়। দিল । ঐ পত্রের বিব- ২৩ রণ এই, যথা, ‘আন্তিয়খিয়া ও সুরিয়া ও কিলিকিয়৷ স্থানস্থ অন্য দেশীয় ভ্রাতৃগণের প্রতি প্রেরিতগণ ও প্রাচীনবগ ও ভ্রাতগণের নমস্কার । বিশেষতঃ আলম- ২৪ দের অজ্ঞ। প্রাপ্ত না হইয়াও কএক জন আমাদের 424
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩৪
অবয়ব