পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9&o প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [২১ অধ্যায়। কহিল, হে ভ্রাতঃ, যিহুদীয়দের মধ্যে সহস্র২ লোক বিশ্বাসকারী আছে, ইহা প্রত্যক্ষ দেখিতেছ ; কিন্তু তাহারা সকলেই ব্যবস্থাপরায়ণ হয় । আর শিশুদিগের ২ ১ ত্বকছেদ করণাদি রীত্যনুসারে চলিতে নিষেধ করিয়া তুমি যে অন্য দেশনিবাসি যিহুদীয় লোকদিগকে মূসার প্রতি অশ্রদ্ধা করিতে উপদেশ দিয়া থাক, তোমার বিষয়ে তাহদের মধ্যে এমন জনরব অাছে ৷ আর তুমি এ স্থানে আসিয়াছ, এ সমাচার পাইয়া ২২ অবশ্য লোকসমূহ একত্র হইয়া আসিবে ; অতএব কি কর্তব্য ? আমরা এই যে পরামর্শ তোমাকে দি, তাহ ২৩ কর । ব্রত করিতে সঙ্কল্প করিয়াছে, এমন আমাদের চারি পুরুষ আছে ; তাহাদিগকে লইয়। তাহদের ২৪ সহিত আপনাকে শুচি কর, এবং তাহদের মস্তক মুণ্ডনে যে ব্যয় হইবে, তাহা তুমি দেও ! তাহা করিলে তোমার আচার ব্যবহারের বিষয়ে যে২ জনরব হইতেছে, তাহ কিছু নয়, কিন্তু তুমি আপনিও বিধিমত আচরণ করিয়া ব্যবস্থা পালন করিতেছ, ইহা সকলে জানিবে । আর অন্যদেশীয় বিশ্বাসি লোক- ২৫ দের নিকটে আমরা পত্র লিখিয়া এ ৰূপ স্থির করিয়াছি, “দেবতার প্রসাদ ও রক্ত ও গল। টিপিয় মারা প্রাণি ভক্ষণ এবং ব্যভিচার, এই সকলহইতে আপনাদিগকে রক্ষণ করা ব্যতিরেক তাহদের আর কোন বিধি পালন করিতে হইবে না।’ তাহাতে পোল ঐ ২৬ মনুষ্যগণকে লইয়। পরদিবসে তাহদের সহিত শুচি হইয়া মন্দিরে গিয়া শৌচ কৰ্ম্মের দিন সম্পূর্ণ হইলে তাহীদের প্রত্যেকের নিমিত্তে নৈবেদ্যাদি উৎসর্গ হই বে, ইহা জানাইল । 450