পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 36% ২৭ অনন্তর ঐ সপ্ত দিন প্রায় সমাপ্ত হইলে আণশিয়া দেশনিবাসি যিহুদীয়ের তাহাকে মন্দিরের মধ্যে দেথিয় লোকসমূহের মনে কুপ্রবৃত্তি দিয়া তাহাকে ধরিয়। উচ্চৈঃস্বরে কছিল, হে ইসায়েল লোক সকল, সহ২৮ মত কর । যে মনুষ্য আমাদের জাতির ও ব্যবস্থার এবং এই স্থানের বিপরীতে সৰ্ব্বত্র সকলকে শিক্ষা দিতেছে, সে এই ; আরও সে অন্যদেশীয় লোকদিগকে মন্দিরে আনিয়। এই পবিত্র স্থানকে অপবিত্র করি২৯ য়াছে । পূৰ্ব্বে তাহার। নগরের মধ্যে ইফিষ নগরীয় ত্রফিমকে পোলের সঙ্গে দেখিয়াছিল, এ কারণ পোল তাহাকে মন্দিরের মধ্যে আনিয়া থাকিবে, ইহা অনু৩০ ভব করিল । অতএব তাবৎ নগরে কলহ হওয়াতে লোকের একত্র দৌড়িয়া আসিয়া পোলকে ধরিয়া মন্দিরের বাহিরে টানিয়া লইল, এবং তৎক্ষণাৎ দ্বার ৩১ সকল রুদ্ধ করিল । পরে তাহার। তাহাকে বধ করিতে উদ্যত হইলে যিব্ধশালমের সমস্ত নগরে বড় উপপ্লব হইতেছে, এই সংবাদ সহস্সেনাপতির কর্ণগোচর ৩২ হওয়াতে সে তৎক্ষণাৎ সৈন্যসামন্ত ও শতসেনাপতিগণকে লইয়। বেগেতে আইল । তাহাতে লোকেরা সেনাগণকে সঙ্গে করিয়া সহস্সেনাপতিকে আসিতে ৩৩ দেখিয়া পোলের প্রহার করণহইতে নিরস্ত হইল । পরে ঐ সহস্সেনাপতি নিকটে আসিয়া পোলকে ধরিয়া नूई শৃঙ্খলেতে বদ্ধ করিতে আজ্ঞা দিয় তাহাদিগকে জিজ্ঞাসা করিল, এ ব্যক্তি কে ? আর কি কৰ্ম্ম করি৩ ৪ য়াছে ? তাহাতে জনতার কেহ এক প্রকার কথা, কেহ অন্য প্রকার কথা কহিয়া, কলহ করিলে তাহার কি ছুই নিশ্চয় না হওয়াতে সে তাহাকে দুর্গে লইয়। 451