পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R •

  • >

১১ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। (too “করিব ।’ তার যিশয়িয় আতি সাহসপুৰ্ব্বক কহিল, “যাহারা অামার বিষয়ে চেষ্টাও করে নাই, তাহার। “আমাকে পাইয়াছে, এবং যাহারা অামার বিষয়ে “জিজ্ঞাসাও করে নাই, তাহদের নিকটে আমি প্রকাশিত হইয়াছি।” কিন্তু ইস্ য়েল লোকদের বিষয়ে কহিল, “যে লোকেরা আজ্ঞালঙ্ঘন ও আপত্তি ক“রে, তাহদের প্রতি আমি সমস্ত দিন হস্ত বিস্তার “করিয়া অাছি।” ১১ অধ্যায় । ১ ভাবৎ ইসুয়েল লোকের অগুহিত না হওন ৭ ও অমনোনীত লোকদের অগ্রাহ্য হওন ১১ ও তাহাঁদের পতনের দ্বারা অন্য লোকদের পরিত্রাণ প্রাপ্তি হওন ২৩ ও অন্য দেশীয়দের অহঙ্কার করা উচিত না হওন এবং ন্যায় ও দয়াপ্রযুক্ত ঈশ্বরের ধন্যবাদ করা উচিত হওন । ঈশ্বর কি আপনার লোকদিগকে পরিত্যাগ করিয়াছেন ? অামি কি এমন কথা বলি ? তাহা যেন না হয় ; কেনন। ইব্রাহীমের বংশীয় বিনয়ামীনের গোত্রে আমার জন্ম হওয়াতে আমিও এক জন ইস্রায়েল লোক বটি । আপনার যে লোকদিগকে ঈশ্বর পূৰ্ব্বে লক্ষ্য করিয়াছিলেন, তাহাদিগকে তিনি পরিত্যাগ করেন নাই । এলিয়ের বিবরণে লিখিত এই শাস্ত্রীয় কথা কি তোমরা জ্ঞাত নও ? “হে পরমেশ্বর, লো“কের তোমার যজ্ঞবেদি সকল ভাঙ্গিয়া তোমার ভবিষ্যদ্বক্তৃগণকে বধ করিল, কেবল আমি অবশিষ্ট থা“কিলাম ; এবং তাহারা আমারও প্রাণ লইতে চেষ্ট। “পাইতেছে।” এই কথা ইসায়েল লোকদের বিপক্ষে ৪ ঈশ্বরের কাছে এলিয় নিবেদন করিয়াছিল । তাহাতে 509