পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ෆ8ණු ১ অধ্যায় । ১ সুসমাচাঁর প্রচারদ্বারা সুসমাচার প্রচারকদের উপজীবনের বিবরণ ১৫ ও বিনামূল্যে পৌলের সুসমাচার প্রচার করণ ১৯ ও সকল প্রকার লোককে তুষ্ট করিতে যত্ব ২৪ ও খ্রীষ্টীয়ান লোকদের যাত্র ও মল্লযুদ্ধের কথ1 ৷ ১ অামি কি এক জন প্রেরিত নহি ? এবং আমি কি স্বাধীন নহি ? আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টকে কি দর্শন করি নাই ? আর তোমরাও কি প্রভুর দ্বারা আমার ২ কৰ্ম্মের ফলস্বৰূপ নও ? অন্য লোকদের নিকটে প্রেরিত না হইলেও তোমাদের নিকটে প্রেরিত বটি ; কেনন। প্রভুর দ্বারা আমার প্রেরিতত্বপদের প্রমাণ ৩ তোমরাই হইয়াছ । যে সকল লোক অামার উপরে দোষারোপণ করিতেছে, তাহদের প্রতি আমার এই ৪ উত্তর । ভোজন পান করণের সামগ্রী গ্রহণ করিতে ৫ কি আমাদের অধিকার নাই ? এবং অন্যান্য প্রেরিত ও প্রভুর ভ্রাতৃগণ এবং কৈফ, ইহাদের মত ধৰ্ম্মভগিনীকে বিবাহ করিয়া সঙ্গে লইয়। যাইতে কি আমা৬ দের অধিকার নাই ? কিম্ব আমি ও বর্ণবদা, কেবল আমাদের উভয়ের সাধারণ শ্রম ত্যাগ করিতে কি অ৭ ধিকার নাই ? অাপন ধন ব্যয় করিয়া কে সংগ্রাম করিতে যায় ? এবং দ্রীক্ষণক্ষেত্র রোপণ করিয়া কে তাহার ফল ভোগ না করে ? এবং পশুপাল পালন ৮ করিয়া কে পালের দুগ্ধ পান না করে ? আমি কি কেবল মানুষের মত কথা কহি ? ব্যবস্থাতে কি এই ৯ ৰূপ লিখে না ? মূসার ব্যবস্থার গ্রন্থে লিখিত আছে, “তোমরা শস্যমৰ্দ্দনকারি বলদের মুখ বন্ধন করিব। ১ • “ন;” ঈশ্বর কেবল বলদের তত্ত্বাবধারণ করেন ? কি 547