পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > > ネ > \ご > 8 ১৩ অধ্যায় ।] করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । ৬০৩ যে তোমাদের মধ্যবৰ্ত্তী তাছেন, আপনাদের বিষয়ে কি ইহা স্বীকার কর না ? তাহা না হইলে তোমরা অগ্রাহ্য হও । কিন্তু আমরা অগ্রাহ নহ, এমন যে জানিতে পারিবা, ইহা অামার প্রত্যাশা হইতেছে । তোমরা যে কোন পাপাচরণ না কর, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি ; তাহাতে তামরা যে প্রমাণিকের মধ্যে গণিত হই এমন নয়, কিন্তু অপ্রমাণিকের মধ্যে গণিত হইলেও তোমরা যে সৎকৰ্ম্ম কর, এই আমার প্রার্থন । যেহেতুক আমরা সত্যতার সপক্ষ হইয়। কৰ্ম্ম করিতে পারি, কিন্তু সত্যতার বিপক্ষ হইয়া কিছুই করিতে পারি না । আমরা অক্ষম হইলেও তোমরা যদি ক্ষমতাপন্ন হও, তবে সে অামাদের আহলদের বিষয় ; ফলতঃ তোমরা যে সুস্থির হও, এই অামাদের প্রার্থন । বিনাশের নিমিত্তে নয়, কিন্তু নিষ্ঠার নিমিত্তে প্রভু আমাকে যে ক্ষমতা দিয়াছেন, আমার উপস্থিত হওন সময়ে ঐ ক্ষমতা প্রকাশ করিয়া কঠিন শাসন করিতে যেন না হয়, এই নিমিত্তে এখন উপস্থিত না হইয়া তোমাদের নিকটে এই সকল কথা লিখিতেছি । হে ভ্রাতৃগণ, অবশেষে বলি, তোমাদের আনন্দ হউক ; তোমরা শান্তিযুক্ত ও একমন ও নিৰ্ব্বিরোধ হইয়া সুস্থির হও ; তাহাতে প্রেম ও শান্তিদাতা যে ঈশ্বর, তিনি তোমাদের সঙ্গে বাস করিবেন । তোমর পবিত্র চুম্বনদ্বারা পরস্পর নমস্কার কর । পবিত্র লোক সকল তোমাদিগকে নমস্কার করিতেছে । প্ৰভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহায়তা তোমাদের সকলের প্রতি হউক। ইতি। 603