পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] কলসীয় মণ্ডলীর প্রতি পত্র । vხ9 ჯ. রিলেন । আর গৌরবের প্রত্যাশাজনক তোমাদের ২৮ মধ্যবৰ্ত্তী যে খ্রীষ্ট, তিনি ঐ ধনস্বৰূপ ; অতএব আ| মরা তাহারই কথা প্রচার করিয়৷ খ্ৰীষ্ট যীশুতে সিদ্ধ প্রত্যেক মনুষ্যকে তাহার নিকটে স্থাপিত ক রিতে প্রত্যেক জনকে চেতনা ও সৰ্ব্ব প্রকার জ্ঞান২৯ জনক উপদেশ দিতেছি । এবং অামাতে বলবৎ ৰূপে ক্রিয়া সফলকারী যে র্তাহার পরাক্রম, তাহাদ্বারা অামি তদ্বিষয়ে অতি যত্নে পরিশ্রম করিতেছি । R অধ্যায় 1. ১ গ্রীষ্টের ধর্মে স্থির থাকিতে তাহদের প্রতি পৌলের বিনয় ৮ ও নিরর্থক কপিট্য বিদ্যা হইতে সাবধান থাকিতে নিবেদন ১৬ ও দিব্য দূতগণের পূজাহইতে সাবধান করণের নিবেদন ২০ ও সাজসারিক কর্মসূত্র ও মনুষ্যের বিধি ত্যাগ করিতে নিবেদন । ১ তোমাদের ও লায়দিকেয়া মণ্ডলীর এবং আমার মুখ আদশি তাবৎ লোকের নিমিত্তে আমার কি পৰ্য্যন্ত যত্ন, তাহা তোমাদিগকে কিছু জানাইতে ২ চাহি । তাহারা যেন প্রেমেতে সংযুক্ত ङ्ङेश। মনে সুস্থির হয়, এবং তাবৎ সম্পূর্ণ জ্ঞানৰূপ ধন পাইয়। পিতা ঈশ্বরের ও খ্রষ্টের নিগুঢ় বাক্য স্বীকার করে, ৩ (ইহাতেই আমার যত্ন ।) তত্ত্বজ্ঞান ও বুদ্ধিৰূপ যে ৪ ধন, সে সকল খ্রীষ্টেতে গুপ্ত আছে । অতএব কহিতেছি, তোমাদিগকে কেহ প্রিয় আলাপ করিয়া ন৷ ৫ ভুলাউক । আমি যদ্যপি শরীরে তোমাদের সাক্ষাৎকণর না থাকি, তথাপি মনেতে তোমাদের অসাক্ষাৎ নহি ; খ্রীষ্টেতে তোমাদের সুরীতি ও অটল বিশ্বাস ৬ দেখিয়া আনন্দ করিতেছি । তোমরা যেমন প্ৰভু খ্ৰীষ্ট যীশুকে গ্রহণ করিয়াছ, তদনুৰূপে র্তাহার দ্বার। 649