পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9 (to কলসীয় মণ্ডলীর প্রতি পত্র । [২ অধ্যায় । আচরণ কর ; আর খ্রষ্টেতে বদ্ধমূল ও গ্রথিত হ- ৭ ইয়। প্রাপ্ত উপদেশানুসারে তাহার ধৰ্ম্মে স্থির হও, এবং ঈশ্বরের ধন্যবাদ করিয়া তাহাতে বৰ্দ্ধিষ্ণু হও। সাবধান, খ্রীষ্টের কথার বিরুদ্ধ জগতের প্রথম ৮ জ্ঞানসূত্রানুসারে মনুষ্যদের পরম্পরাগত বাক্য প্রমাণ দিয়া নিরর্থক কাপট্য বিদ্যাদ্ধার কেহ যেন তোমাদিগকে না ভুলায় । যেহেতুক ঈশ্বরের তাবৎ পূর্ণত ৯ দৃশ্যৰূপে খ্রীষ্টে বাস করে, এবং তিনি সমুদয় র- ১ • জ্যের ও পরাক্রমের মস্তকস্বৰূপ ; আর তোমরা তাহাতে সিদ্ধ হইতেছ। এবং খ্রীষ্টের কৃত ত্বকছেদ- ১১ দ্বারা, অর্থাৎ শরীরের পাপসমূহ ত্যাগ করশৰপ যে অহস্তকৃত ত্বকছেদ, তাহাদ্বারা তোমরা ত্বকছেদী হইয়াছ । এবং বাপ্তিস্মার খ্রীষ্টের সহিত কবর- ১২ শায়ী হইয়া মৃতদের মধ্যহইতে র্তাহার উত্থাপক ঈশ্বরের পরাক্রমে বিশ্বাস করিয়া খ্রীষ্টের সহিত উত্থাপিত হইয়াছ । এবং পাপেতে ও সাংসারিক স্ব- ১৩ ভাবৰূপ অত্বকছেদ অবস্থাতে মৃত যে তোমরা, তোমাদিগের সর্বপাপের ক্ষমা করিয়া ঈশ্বর তাহার সহিত তোমাদিগকে সজীব করিয়াছেন ; এবং আমা- ১৪ দের বিপক্ষ যে দণ্ডাজ্ঞাৰূপ হস্তলিখিত ( ঋণপত্র, ) তাহা মুছিয়া দূর করিয়া ক্রুশে বিদ্ধ করিয়াছেন । তাহাতে প্রধান ও পরাক্রমি ভূতগণকে দমন করি ১৫ য়। জয় ২ কণর শব্দদ্বারা তাহাদিগকে প্রকাশ ৰূপে লজ্জা দিয়াছেন । খাদ্যাখাদ্য ও পেয়াপেয় ও উৎসব ও প্রতিপদ ১৬ ও বিশ্রামবার এ সমস্ত বিষয়ে কাহাকেও তোমাদের উপরে কতৃত্ব করিতে দিও না । কেননা স্বয়ংবস্তু যে ১৭ 650