পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] ইন্দ্রীয়দের প্রতি পত্র। হইয়া বিচ্ছেদ বস্ত্রাবৃত অন্তরস্থানে লাগান আছে । অণর যিনি আমাদের জন্যে অগ্রসর হইয়। সেই স্থানে প্রবেশ করিয়াছেন, সেই যীশু মলকীষেদকের মতানুসারে নিত্য যাজক হইয়াছেন । ৭ অধ্যায় । ১ মলকীষেদকের ন্যায় গ্রীষ্টের মহাযাজকতা ১১ ও তাহাদ্ধার লেBB BBBB BBBBBB BK DS BBB BB BB BBBBB অপেক্ষ নূতন নিয়মের মধ্যস্থ যীশুর শ্রেষ্ঠত । নৃপতিবর্গের সংহারহুইতে প্রত্যাগত ইব্রাহীমের সহিত সাক্ষাৎ করিয়া তাহাকে আশীৰ্ব্বাদ করিলে পর তাহাহইতে সমুদয় দ্রব্যের দশমাংশ প্রাপ্ত হইল, এমন যে সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের যাজক শালমের রাজা মলকীষেদক, সে প্রথমে ধৰ্ম্মরাজ, পশ্চাৎ শালমের রাজা অর্থাৎ শান্তির রাজা বিখ্যাত হওয়াতে, এবং তাছার পিতা ও মাতা ও বংশ ও অাদি ও অন্ত, এই সকল অৰিদিত হওয়াতে, সে ঈশ্বরের পুত্রের সদৃশীকৃত হইয়া নিত্য যাজক থাকে । বিবেচনা করিয়া দেখ, যাঙ্গকে আমাদের পূর্বপুরুষ ইব্রাহীম লুটদ্রব্যের দশমাংশ দিল, সে কেমন প্রধান ব্যক্তি । লেবির সন্তানেরা যাজকপদ গ্রহণ করিয়া ব্যবস্থানুসারে লোকদের হইতে, অর্থাৎ ইব্রাহীম জাত আপনাদের ভ্রাতৃগণহইতে দশমাংশ গ্রহণের আজ্ঞা প্রাপ্ত হয় ; কিন্তু এই ব্যক্তি তাহদের বংশে গণিত না হইয়। ইব্রাহীমহইতে দশমাংশ গ্রহণ করিয়া প্রতিজ্ঞার অধিকারিকেই আশীৰ্ব্বাদ করিল। এবং ক্ষুদ্র ব্যক্তি মহৎ লোককর্তৃক আশীৰ্ব্বাদ প্রাপ্ত হয়, ইহাতে কিছু সন্দেহ নয় । আর 711