পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4.38 ইরীয়দের প্রতি পত্র । [৮ অধ্যায় । ৮ অধ্যায় । ১ গ্রীষ্টের মহাযাজকতা পদদ্ধার হারোপের মহাযাজকন্দ্র পদের লেপি হওন ও সুসমাচারের নুত্তন নিয়মৰ্দ্ধারা পুরাতন নিয়মের লেপি হওন । ঐ পূৰ্ব্বোক্ত কথার সার এই, যিনি স্বগেতে ম: হামহিম সিংহাসনের দক্ষিণ পাশ্বে উপবিষ্ট হইয়া মনুষ্যের অস্থাপিত, অর্থাৎ পরমেশ্বরের স্থাপিত প্রকত তযুর পবিত্র স্থানে সেবাকৰ্ম্মেতে নিবিষ্ট হন, এমত এক মহাযাজক আমাদের তাছেন । প্রত্যেক মহাযাজক যেমন নৈবেদ্য ও বলি উৎসগ করিতে নিযুক্ত আছে, তদ্রুপ র্তাহারও অবশ্য কিছু উৎসর্জনীয় থাকে । তিনি যদি পৃথিবীতে থাকিতেন, তবে যাজক হইতেন না ; কারণ যাহারা ব্যবস্থানুযায়ি নৈবেদ্যাদি উৎসর্গ করে, এমত যাজকের অাছে । কিন্তু “ সাবধান, পৰ্ব্বতে তোমাকে যে২ ৰূপ (নি“ দর্শন ) দেখান গেল, সেই ৰূপ সকলি কর,” এই যে ঈশ্বরীয় বচন পবিত্র তাম্ব, নিৰ্ম্মাণ করিতে উদ্যত মূসার প্রতি উক্ত হইয়াছিল, তদনুসারে ঐ যাজকদের সেবা স্বৰ্গীয় সেবার দৃষ্টান্ত ও ছায়ামাত্র হয় । কিন্তু তামাদের মহাযাজক এক্ষণে তদপেক্ষ অধিক পরম সেবাপদ পাইলেন, কারণ তিনি শ্রেষ্ঠ অঙ্গীকারে স্থাপিত শ্রেষ্ঠ এক নিয়মের মধ্যস্থ হইয়াছেন । ঐ প্রথম নিয়ম যদি নির্দোষ হইত, তবে দ্বিতীয় নিয়ম করণের কিছু প্রয়োজন থাকিত না । কিন্তু ৮ তিনি (তাহার) দোষ দিয়া লোকদিগকে কহেন, “পর“ মেশ্বরের এই উক্তি আছে, দেখ, যে সময়ে অ“মি ইসায়েল বংশের ও যিহুদী বংশের সহিত এক 71.4