পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ] ইন্দ্রীয়দের প্রতি পত্র । a〉む “নূতন নিয়ম স্থির করিব, এমত সময় অসিতেছে । ৯ “ পরমেশ্বর এই কথা কহেন, আমি যে দিনে তাহ“দের পূর্বপুরুষদের হস্ত ধারণ করিয়া মিসরদেশহইতে * উদ্ধার করিয়া তাঙ্গাদের সহিত নিয়ম স্থির করি“ লাম, সেই দিনের নিয়মানুসারে নয় ; কেননা অ|* ম র নিয়ম তাহাদের অমান্য করাতে আমি তা১ • “ হাদের প্রতি মনোযোগ করিলাম না ; কিন্তু পর“ মেশ্বর কহেন, সেই দিনের পর আমি ইসায়েল “ বংশের সহিত এই নিয়ম স্থির করিব, তাহদের “ চিত্তে আমার ব্যবস্থা দিব, ও অন্তঃকরণে তাহ “ লিখিব, এবং তামি তাহদের ঈশ্বর হইব, ও তা১১ “ হারা আমার লোক হইবে । এবং ‘তুমি পরমে“ শ্বরকে জ্ঞাত হও, এই কথা বলিয়া তাহার। প্র** ত্যেকে অণপন ২ প্রতিবাসিকে ও তাপন ২ ভ্রাতাকে “ উপদেশ দিবে না ; কারণ আবাল বৃদ্ধ সকলেই ১২ “ আমাকে জ্ঞাত হইবে । তাহাতে আমি তাহদের “ দুস্ক্রিয়া সকল ক্ষমা করিয়া তাহদের পাপ ও ১৩ “ অপরাধ আর কখন স্মরণে আনিব না ।” এই প্রকারে তিনি নূতন নিয়মের কথা কহিয়া প্রথমকে পুরাতন করিলেন ; অতএব যে পুরাতন ও জীর্ণ, তাহার লুপ্ত হইবার সময় হইয়াছে । ৯ অধ্যায় । ১ ব্যবস্থাদ্ধারা বলিদানাদির বিবরণ ১১ ও এই সকল অপেক্ষা খ্রীষ্টের বলিদানের শ্রেষ্ঠত । ১ প্রথম নিয়মানুসারে ঈশ্বরীরাধনার নানা রীতি ও ই সাংসারিক পবিত্র স্থান ছিল । আর নিৰ্ম্মিত তাম্বুর যে প্রথম ( কুঠরীতে) দীপবৃক্ষ ও মেজ ও দর্শনরুটী 715