পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায়।] ইন্দ্রীয়দের প্রতি পত্র । বৈপরীত্য সহ্য করিয়াছেন, র্তাহাকে স্মরণ কর । তোমরা পাপের বিরুদ্ধে যুদ্ধ করিয়া অদ্যাবধি রক্ত ৫ ব্যয় পৰ্যন্ত প্রতিরোধ কর নাই ; আর পুত্ৰগণের X > > ネ ন্যায় তোমাদের প্রতি যে উপদেশ উক্ত আছে, তাহা কি ভুলিয়াছ ? “হে আমার পুত্র, পরমেশ্বরের “ কৃত শাস্তি তুচ্ছ করিও না, এবং র্তাহাহইতে অনু“ যোগ পাইয়া ক্লান্ত হইও না । কেননা পরমেশ্বর “ যাহাকে প্রেম করেন, তাহাকেই শান্তি প্রদান “ করেন ; এবং যে প্রত্যেক পুত্রকে গ্রাহ্য করেন, “ তাহাকেই প্রহার করেন ।” অতএব তোমরা যদি শাস্তি সহ্য কর, তবে ঈশ্বর পুত্ৰজ্ঞানে তোমাদের প্রতি ব্যবহার করেন ; কেননা পিত। যাহণকে শাস্তি প্রদান না করেন, এমন পুত্র কে ? কিন্তু যে শান্তি সকলের অধিকার অাছে, তাহা যদি তোমাদের না হয়, তবে তোমরা পুত্ৰ ন হইয়। নিতান্ত জারজ অণছ । আমরা যদি আপনাদের শারীরিক শাস্তিকারি পিতৃগণের সম্মান করিলাম, তবে কি ততোধিক আপনাদের আয়ার পিতার বশীভূত হইয়। বাচিব না ? তাহারা অলপ দিনে আপন ২ অভিমতানুসারে শাস্তি দিল ; কিন্তু তিনি আমাদের হিতের নিমিত্তে আপন পবিত্রতার অংশী করণার্থে আমাদিগকে শাস্তি দেন । শাস্তি বর্তমান সময়ে কিছুই আনন্দজনক হয় না, কিন্তু দুঃখজনকই হয় ; তথাপি তাহণদ্বারা শিক্ষিত লোকদিগকে পশ্চাতে শান্তিদায়ক ধৰ্ম্মৰূপ ফল প্রদান করে । অতএব তোমরা পতিত হস্ত ও দুর্বল ईंप्ले সবল ১৩ কর, এবং যাহাতে দুৰ্ব্বলের সন্ধিস্থান ভগ্ন ন হইয়। 727