পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२b- ইন্দ্রীয়দের প্রতি পত্র। [১২ অধ্যায় । সুস্থ থাকে, চরণের জন্যে এমত সরল পথ কর । এবং সকলের সহিত ঐক্য, ও যাহা ব্যতিরেক কেহ ১৪ পরমেশ্বরের দর্শন পাইবে না, এমত পবিত্রতার চেষ্ট। কর । আর পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহহইতে পতিত ১৫ হয়, এবং পিত্তোৎপাদক মূল উৎপন্ন হইয়া ব্যামোহ দেয়, এবং তদ্বারা অনেকে অপবিত্র হয়; এবং পাছে ১৬ কেছ লম্পট হয়, কিম্বা একবারের খাদ্যের নিমিত্তে আপন জ্যেষ্ঠভাগ বিক্রয়কারী যে এষে তাহার ন্যায় বিধৰ্ম্মাচারী হয়, এতদ্বিষয়ে মনোযোগ কর । কেননা ১৭ এর্ষে পশ্চাতে আশীৰ্ব্বাদের অধিকারী হইতে চেষ্ট করিলেও অগ্রাহ হইল, এবং সজল নয়নে প্রার্থন করিলেও ( পিতার ) মন পরিবর্তন করিতে উপায় পাইল না, ইহা তোমরা জ্ঞাত আছ ৷ আর স্পৃশ্য পৰ্ব্বত, ও প্রজ্জ্বলিত অগ্নি, ও কৃষ্ণবর্ণ ১৮ মেঘ, ও অন্ধকার, ও ঝড়, ও তুরীর বাদ্যযুক্ত বা- ১৯ ক্যের শব্দ, এই সকলের নিকটে তোমরা আগমন কর নাই । শ্রোতৃবর্গ ঐ শব্দ শুনিয়া আপনাদের প্রতি এমত রব যেন তার না হয়, এই প্রার্থনা করিল । কারণ “ যদি কোন পশুও পৰ্ব্বতকে স্পর্শ ২ • “ করে, তবে সে প্রস্তরাঘাতে হত হইবে, কিম্বা বাণ“ দ্বারা বিদ্ধ হইবে,” এই আজ্ঞা তাহারা সহ্য করিতে পারিল না ; এবং সেই দর্শন এমত ভয়ঙ্কর, যে ২১ মূসা কহিল, আমি বড় ভীত ও কম্পিত আছি । কিন্তু সিয়েশন পৰ্ব্বত, ও অমর ঈশ্বরের নগর, অর্থাৎ ২২ স্বৰ্গীয় যিৰূশালম, ও অযুত২ দিব্য দূত, ও স্বর্গেতে লিখিত প্রথমজাতদের মহাসভা ও মণ্ডলী, ও ২৩ জগতের বিচারকর্তা ঈশ্বর, ও সিদ্ধ লোকদের আত্মা 728