পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩২ যাকুবের পত্র। [১ অধ্যায়। খ্ৰীষ্টদ্বারা সম্পন্ন করুন ; সেই খ্রীষ্টের মহিম সৰ্ব্বদা প্রকাশিত হউক । আমেন । হে ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে সংক্ষেপে এই ২২ যে পত্র লিখিলাম, তোমরা তাহার উপদেশকথাতে মনোযোগ কর, তোমাদিগকে এই বিনয় করি । আগমণদের ভ্রাতা তীমথিয় স্থানান্তরে গিয়াছে, এ ২৩ সমাচার তোমরা জ্ঞাত হইয়া থাকিব ; সে যদি ত্বরায় আইসে, তবে তাহার সহিত গিয়া তোমাদের সঙ্গে সাক্ষাৎ করিব । তোমরা আণপন ২ স- ২৪ মস্ত উপদেশককে ও পবিত্র লোককে নমস্কার কর । আর ইতলিয়া দেশীয় লোকদের নমস্কার জানিবা । তোমাদের প্রতি অনুগ্রহ হউক । ইতি । R (t যাকুবের সৰ্বসাধারণ পত্র । =معمههه هوم-تی ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ২ ও দুঃখেতে আহলাদ করণ ৫ ও ঈশ্বরের কাছে ধৈৰ্য্য যাজ করণ ৯ ও ধনে অহঙ্কার করণে নিষেধ ১২ ও ঈশ্বরের পাপের মূল না হওন কিন্তু তাবৎ মঙ্গলের মুল হওন ২১ ও কাল্পনিকত্তার বিরুদ্ধ কথা । যাকুব নামে ঈশ্বরের ও প্রভূ যীশু খ্রষ্টের এক ১ সেবক ছিন্ন ভিন্ন দ্বাদশ গোষ্ঠীকে নমস্কার পূর্বক গত্র লিখিতেছে । হে আমার ভ্রাতৃগণ, তোমরা যে সময়ে বহুবিধ ২ পরীক্ষাতে পরীক্ষিত হও, তৎকালে প্রত্যয়ের পরী 732