পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ご○ যাকুবের পত্র। [২ অধ্যায় । কিন্তু তোমরা দরিদ্র লোককে অবজ্ঞা করিয়া থাক । আর যাহারা ধনবান, তাহার। কি তোমাদের প্রতি উপদ্রব করে না ? ও তাহার। কি তোমাদিগকে বলেতে বিচারাসনের সম্মুখে লইয়া যায় না? আর তোমরা যে মৰ্যাদাম্বিত নামে বিখ্যাত হইয়াছ, তাহারা কি সেই নামের নিন্দ করে না ? “ তুমি “ প্রতিবাসিকে আত্মতুল্য প্রেম কর,” এই শাস্ত্রীয় বচনোক্ত যে সৰ্ব্বশ্রেষ্ঠ আজ্ঞা, তাহা যদি পালন কর, তবে বিলক্ষণ কর । নতুব। যদি পক্ষপাত কর, তবে পাপ কর এবং ব্যবস্থা লঙ্ঘনেতে দোষীকৃত হও । কেননা ( প্রায় ) সমুদয় ব্যবস্থা পালন করিয়া কেহ যদি এক আজ্ঞার জুটি করে, তবে সে সকল আজ্ঞাতেই দোষী হয় । যেহেতুক “ পরদার করিও “না,” এ কথা যিনি কহেন, “ নরহত্যা করিও না,” ইহাও তিনি কহেন ; অতএব তুমি যদি পরদার না করিয়া নরহত্যা কর, তবে ব্যবস্থালঙ্ঘনকারী হইবা । মুক্তিজনক ব্যবস্থাদ্বারা বিচারিত হইতে উদ্যত যে লোক, তাহীদের ন্যায় তোমরা কথা কহ এবং কৰ্ম্মও কর । কেননা যে জন দয়া করে না, নির্দয়ৰূপে তাহার বিচারণজ্ঞা হইবে ; কিন্তু দয়াবান বিচারাজ্ঞার প্রতি জয়ধৃনি করিবে । হে আমার ভ্রাতৃগণ, কৰ্ম্মহীন ব্যক্তি যদি বলে, “আমার প্রত্যয় অাছে, তবে সে প্রত্যয়েতে কি ফল ? এমন প্রত্যয়হইতে কি তাহার পরিত্রাণ হইতে পারে ? তোমাদের কোন ভগিনী কি ভ্রাতা যদি বস্ত্রহীন ও দিবসিক খাদ্যহীন হয়, আর তোমাদের কেহ যদি শরীরের প্রয়োজনীয় দ্রব্য কিছুই না দিয়া তাহ 736 ৬ 영 レア X > > R > う S 8 X 6. 2) y»