পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] পিতরের প্রথম পত্র । ፃ( N) হইয়াছেন, এবং দিব্য দূতগণ ও শাসকগণ ও পরাক্রমিবর্গ তাহার বশীভূত হইয়াছে । ৪ অধ্যায় । ১ গ্রীষ্টের ন্যায় পাপের প্রতি মৃত হওনের বিনয় ৭ ও ধর্ম’চরণ করিতে বিনয় ১২ ও ধর্মার্থে দুঃখভোগিদের সাম্ভুনার কথা। ১ খ্রীষ্ট আমাদের পরিবর্তে প্রাণদণ্ড ভোগ করিয়াছেন, অতএব প্রাণদণ্ডদ্বারা পাপহইতে মুক্তি স্থির হইয়াছে, তোমরা এই বিবেচনাতে আপনাদিগকেও ২ সুসজ্জীভূত করিয়া অদ্যাবধি মনুষ্যদের ইচ্ছানুসারে নয়, কেবল ঈশ্বরের ইচ্ছানুসারে আয়ুর অবশিষ্ট কাল ৩ যাপন কর। আর কাম, ও কুঅভিলাষ, ও মদ্যপান, ও রঙ্গরস, ও মত্ততা, ও ঘৃণাৰ্ছ দেবপূজা, ७झे मকল ব্যবহার করিয়া দেবপূজকদের ইচ্ছানুসারে কৰ্ম্ম করাতে আমাদের আয়ুর যে সময় ক্ষয় হইয়াছে, ৪ সেই যথেষ্ট । তোমরা এ প্রকার সর্বনাশৰূপ পঙ্কে মগ্ন হইতে তাহদের সহিত গমন কর না, ইহাতে আশ্চর্য জ্ঞান করিয়া তাহার। ধৰ্ম্মের নিন্দ করে । ৫ জীবৎ ও মৃত লোকদের বিচার করতে উদ্যত যে প্রভু, তাহার সম্মুখে তাহাদিগকে আপনই কৰ্ম্মের নি৬ কণশ দিতে হইবে । অতএব যাহার। মরিয়াছে, তাহারা মনুষ্যদের সাক্ষাতে শরীরেতে দণ্ড জ্ঞ। প্রাপ্ত হইলেও ঈশ্বরের সাক্ষাতে যেন জীবৎ থাকে, এই জন্যে তাছাদের নিকটে ও সুসমাচার প্রচারিত হইল । ৭ সমস্ত বিষয়ের অন্তিমকাল উপস্থিত ; অতএব সাব৮ ধান হইয় প্রার্থনা করিতে সচেতন হও । বিশেষতঃ আপনাদের মধ্যে পরস্পর দৃঢ়ৰূপে প্রেম কর ; 753