পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qG 8 পিতরের প্রথম পত্র । [৪ অধ্যায়। কেননা প্রেম বাহুল্য পাপের তাচ্ছাদন করে । পরস্পর অকাতরে আতিথ্য কর । এবং ঈশ্বরের বিবিধ অনুগ্রহের উত্তম ভাণ্ডারির ন্যায় হইয় তোমরা প্রত্যেক জন যেৰূপ অনুগ্রহদান পাইয়াছ, তাহাদ্বারা পরস্পরের উপকার কর । এবং কথা কহিতে হইলে ঈশ্বরের বাক্যের মতে কথা কহ, এবং সেবা করিতে হইলে ঈশ্বরদত্ত ক্ষমতানুসারে সেবা কর ; তাহাতে তাবদ্বিষয়ে যীশু খ্ৰীষ্টদ্বারা ঈশ্বরের গৌরব প্রকাশ পাইবে ; সেই খ্রীষ্টের গৌরব ও পরাক্রম সৰ্ব্বদা প্রকাশিত হউক । আমেন । হে প্রিয়বগ, তোমাদের পরীক্ষক অগ্নিস্বৰূপ তাড়ন। উপস্থিত হইতেছে, তাহ অসম্ভব ঘটনা ভাবিয়া আশ্চর্য জ্ঞান করিও না ; বরং খ্রীষ্টের দুঃখের ভাগী হওয়াতে আনন্দ কর । তাহাতে র্তাহার মহিম। প্রকাশিত হইবার কালেও তোমরা আনন্দেতে পুলকিত হইবা । আর যদি খ্রীষ্টের নামের জন্যে কলঙ্কিত হও, তবে তোমরা ধন্য ; গৌরব ও ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে অবস্থিতি করেন ; তিনি তাহাদের নিকটে নিন্দিত হইলেও তোমাদের নিকটে সম্ভান্ত হন । কিন্তু তোমাদের কেহ হত্যাকারী কি চোর কি দুষ্কৰ্ম্মকারী কি অনধিকারচর্চক হওয় প্রযুক্ত যেন শাস্তি ভোগ না করে । যদি খ্ৰীষ্টীয়ান হওয়া প্রযুক্ত ক্লেশ পায়, তবে লজ্জিত না হইয়৷ সেই দুঃখের নিমিত্তে ঈশ্বরের গুণানুবাদ করুক । আর দণ্ড দেওনের আরম্ভ সময়ে ঈশ্বরের মনিদরাবধি (আরম্ভ ) হয় ; এবং দণ্ড যদি প্রথমে তামা দিগেতেই বৰ্ত্তে, তবে ঈশ্বরের সুসমাচারের অনভিজ্ঞা 754 సి У о S X > ネ X \o X 8 > ○ X S» > *