পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬০ পিতরের দ্বিতীয় পত্র । [২ অধ্যায় । গমন করিলে তাহদের হইতে সত্য পথের নিন্দ হইবে । আর তাহার লোভপ্রযুক্ত কল্পিত বাক্যদ্বারা তোমাদের হইতে লাভ করিবে ; কিন্তু তাছাদের প্রতি পূর্বাবধি কথিত দণ্ড শীঘ্ৰ বৰ্ত্তিবে, ও অবিলম্বে তাহদের বিনাশ ঘটিবে । ঈশ্বর পাপি দুতবর্গকে ক্ষমা না করিয়া নরকে নিক্ষেপ করিয়া অন্ধকারৰপ শৃঙ্খলেতে বদ্ধ করিয়া বিচারার্থে তাহাদিগকে রাখিলেন ; এবং পুরাতন জগতের প্রতি দয়া না করিয়া অষ্টম ব্যক্তি যে ধৰ্ম্মপ্রচারক নোহ, তাহাকে রক্ষা করিয়া পাপিষ্ঠ লোকদের সহিত জগৎকে জলে মগ্ন করিলেন । পুনশ্চ সিদোম ও তামোরা নগর সকল ভস্ম করিয়৷ বিনাশৰূপ দণ্ড দিয়। ভাবি পাপিদের এক দৃষ্টান্তস্বৰূপ করিলেন ; কিন্তু ঐ দুরাত্মাদের পাপাচরণে দুঃখিত যে ধাৰ্ম্মিক লোটু, তাহাকে রক্ষা করিলেন । ঐ ধাৰ্ম্মিক ব্যক্তি সেই পাপিষ্ঠদের সহিত সহবাস সময়ে তাহীদের পাপাচরণ দেখিয়া শুনিয়া দিনে২ আতিশয় মনস্তাপ করিয়াছিল ! ঈশ্বর তাণপন সেব।কারি লোকদিগকে পরীক্ষণহইতে উদ্ধার করিতে, এবং অধাৰ্ম্মিকগণকে, বিশেষতঃ যাহারা শারীরিক সুখের চেষ্টাতে অশুচি ক্রিয়ার অভিলাষানুসারে আচরণ করে ও রাজশাসন অবজ্ঞা করে, তাহাদিগকে দণ্ডের নিমিত্তে বিচারদিন পৰ্য্যন্ত রক্ষা করিতে জানেন । তাহারা দুঃসাহসী ও স্বেচ্ছাচারী হইয়া উচ্চপদস্থ সকলের নিন্দ করিতে ভয় করে না । কিন্তু দিব্য দূতগণ তাহদের অপেক্ষ বলবান ও পরাক্রমী হইয়াও প্রভূর সম্মুখে তাহদের বি 760 (t b" X Y.