পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই অধ্যায় ।] পিতরের দ্বিতীয় পত্র। AV> ১২ রুদ্ধে কোন নিন্দ করিয়া অপবাদ করে না ! ধৃত ও বিনষ্ট হওনার্থে জাত যে অজ্ঞান প্রকৃত পশুগণ, তাহাদের ন্যায় হইয়া ঐ লোক যাহা বুঝে না, তাহার নিন্দ করিয়া আপন ২ অধৰ্ম্মের ফল ১৩ পাইয় আপনাদের দুষ্টতাতে বিনষ্ট হইবে। তাহারা দিবসে ভোজন পানে কাল যাপন করা সুখ জ্ঞান করে, এবং আপনাদের কাপট্যদ্বারা সুখভোগী হইয়া তোমাদের সহিত ভোজন করিয়া কলঙ্কী ও ১ ৪ দোষী হয় । এবং যে চক্ষু পরস্ত্রীতে আসক্ত ও পাপাচরণে অনিবৃত্ত, এমন চক্ষুবিশিষ্ট হইয় তাহরা চঞ্চলমতিদিগকে লোভ দেখাইয়। আপনার লো১৫ ভে সুশিক্ষিতমন হওয়াতে শাপগ্রস্ত হয় । তাহর। সরল পথ পরিত্যাগ করিয়া পাপের পুরস্কারে প্রেমকারী যে বিয়োরের পুত্র বিলিয়ম, তাহার প১৬ থের পথিক হইয়। ভ্রান্ত হইয়াছে ৷ ঐ ভবিষ্যদ্বক্ত আপন অপরাধের জন্যে অনুযোজিত হইল ; যেহেতুক বাকশক্তিরহিত পশু মনুষ্যভাষাতে কথা কহিয়৷ ১৭ তাহার উন্মত্ত কৰ্ম্ম নিষেধ করিল । তাহারা নির্জল কূপ ও প্রচণ্ড বায়ুচালিত মেঘস্বৰূপ, তাহদের জন্যে ১৮ নিত্য ঘোরতর অন্ধকার সঞ্চিত হইয়াছে । তাহার। নিরর্থক অহঙ্কারের কথা কহিয়া শারীরিক সুখাভিলাষ ও কামক্রীড়।দ্বারা ভ্রমণচারিদের হইতে সৰ্ব্বতে১৯ ভাবে মুক্ত ব্যক্তিদিগকে লোভ দেখায় । এবং তাছাদের নিকটে মুক্তির প্রতিজ্ঞাকারী হইয় আপনার। দুষ্টতার দাস হয় ; কেনন যে জন যাহাহইতে ২ • পরাস্ত হয়, সেই তাহার দাস হয় । তাহার। যদি ত্ৰাণকৰ্ত্ত প্রভু যীশু খ্ৰীষ্টজ্ঞানদ্বারা এক বার সংসা 761