পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* bo পিস্তরের দ্বিতীয় পত্র । [৩ অধ্যায় { রের অশুচি ক্রিয়া পরিত্যাগ করিয়া পুনৰ্ব্বার তাহাতে বদ্ধ হইয়া পরাস্ত হয়, তবে প্রথম অপেক্ষ। তাহণদের শেষগতি তারও মনদ হয় । কেননা একবার ধৰ্ম্মের পথ জানিয়া অণরবার আপনাদের কীছে সমৰ্পিত পবিত্র আজ্ঞাহইতে পরায়ুখ হওয়া অপেক্ষ বরং সে ধৰ্ম্মপথ অজ্ঞাত থাক। তাছাদের উত্তম । কিন্তু কুকুর আপন বমি থাইতে ও ধৌত শুকর কদমে লুঠিতে আরবার ফিরে, এই যে সত্য দৃষ্টান্তকথা, ইহাই তাহদের প্রতি ঘটিয়াছে । ৩ অধ্যায় । o ১ খ্রীষ্টের আগমনের ও জগতের দগ্ধ হওনের কথা ১১ ও ধর্মাচরণ করিতে পিতরের বিনয় ১৪ ও সমাপ্তির কথা । হে প্রিয়বর্গ, তোমরা যেন পবিত্র ভবিষ্যদ্বক্তৃগণদ্বারা পূর্বোক্ত বাক্য, ও ত্রাণকর্তা প্রভুর প্রেরিত যে আমরা আমাদের আজ্ঞা স্মরণ কর, এই জন্যে আমি পত্রদ্বয়দ্বার। তাহ স্মরণ করাইয়। তোমাদের সরল মনকে প্রবৃত্তি দিতে তোমাদের প্রতি এই দ্বিতীয় পত্র লিখিলাম । প্রথমে ইহা জ্ঞাত হও, শেষকালে আপনাদের কুঅভিলাষানুসারে আচরণকারী নিন্দক লোক উপস্থিত হইয়া কহিবে, ‘প্রভুর মোগমনের কথা কোথায় ? কেননা পিতৃলোকেরা Xহানিদ্রা প্রাপ্ত হইলে সৃষ্টির আরম্ভে সকল যেমন ছিল, তজপই আছে । কিন্তু পূর্বে আকাশমণ্ডল, এবং জলহইতে নিৰ্গত ও জলেতে স্থিত পৃথিবী ঈশ্বরের বাক্যদ্বারা সৃষ্ট হইয়াছিল ; এবং তাহাদ্বারা ঐ জগৎ জলপ্লাবিত হইয়া নষ্ট হইল, ইহা তাহার স্বেচ্ছাপূর্বক অজ্ঞাত হইতেছে । কিন্তু এই বর্তমান 762

  • >

وان 영