পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । ab(。 ৪ যোহন আশিয়া দেশস্থ সপ্ত মণ্ডলীর প্রতি পত্র লিখিতেছে । যিনি বর্তমান ও ভূত ও ভবিষ্যৎ ত্রিকালস্বৰূপ, এবং যে সপ্ত আত্ম। র্ত হার সিংহাসনের ৫ সন্মুখে আছে, এবং বিশ্বস্ত সাক্ষিস্বৰূপ ও মৃত লোকদের প্রথমজাত ( ফলস্বৰূপ ) ও পৃথিবীর রাজাধিরাজ যে যীশু খ্ৰীষ্ট, ইহার তোমাদিগকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন । যিনি অণমাদিগকে প্রেম করিয়া আপন রক্তদ্বারা পাপহইতে প্রক্ষালন করি৬ য়া আপন পিতা ঈশ্বরের নিকটে রাজা ও যাজকৰূপে সংস্থাপন করিয়াছেন, তাহার মহিমা ও পরাক্রম সৰ্ব্বদ প্রকাশিত হউক । আমেন । ৭ দেখ, তিনি মেঘান্ধঢ় হইয়া আসিতেছেন ; সকলেই তাহাকে চক্ষুষ দেখিবে, এবং যাহারা তঁহাকে বিদ্ধ করিয়াছিল, তাহারাও দেখিবে ; এবং দেশস্থ তাবৎ বংশীয় লোক র্তাহার জন্যে শোক করিবে । ৮ এমনি হউক ; আমেন । আর বর্তমান ও ভূত ও ভবিষ্যৎ ত্রিকালস্বৰূপ ও সৰ্ব্বশক্তিমান যে প্রভু পরমেশ্বর, তিনি ইহা কছেন, আমি ক ও ক্ষ, অর্থাৎ আগদি ও অন্তস্বৰূপ ৷ ৯ যীশু খ্রীষ্টের ক্লেশের ও রাজ্যের ও ধৈর্যের সহভাগী তোমাদের ভ্রাতা যোহন নাম যে আমি, আমি এক সময়ে ঈশ্বরের বাক্য এবং যীশু খ্ৰীস্টে সাক্ষ্য প্রযুক্ত পৎম নামক উপদ্বীপে ছিলাম । ১০ তাহাতে প্রভুর দিনেতে আমি আত্মাতে আবিষ্ট হইলাম ; তৎকালে আমার পশ্চাদ্ভাগহইতে তুরীর ১১ রবের ন্যায় এই বাক্যময় মহারব শুনিলাম, “আমি ক ও ক্ষ, অর্থাৎ আদি ও অন্তস্বৰূপ ; এখন তুমি যে 785