পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so মথিলিখিত সুসমাচার। [২১ অধ্যায় । প্রবেশ করে । কারণ যোহন্‌ তোমাদের নিকটে ধৰ্ম্মপথে ৩২ অাইলে তোমরা তাহাকে প্রত্যয় করিলা না, কিন্তু চণ্ডলের ও বেশ্যাগণ তাহাকে প্রত্যয় করিল ; তাহ দেখিয়াও তোমরা প্রত্যয় করণর্থে খেদ করিলা না । আর এক দৃষ্টান্ত শুন ; কোন গৃহস্থ ক্ষেত্রে দ্রাক্ষালত ৩৩ রোপণ করিয়া তাহার চতুর্দিগে বেড়া দিয়া তন্মধ্যে দ্রাক্ষা পেষণার্থে কুণ্ড খনন করিলেন, এবং উচ্চগৃহ নিৰ্ম্মাণ করিলেন ; পরে সেই ক্ষেত্র কৃষকদের হস্তে সমপর্ণ করিয়া দূর দেশে গমন করিলেন । তদনন্তর ফলের সময় ৩৪ উপস্থিত হইলে তিনি ফল পাইবার জন্যে কৃষকদের নিকটে আপন দাসদিগকে প্রেরণ করিলেন । কিন্তু কৃষকেরা ৩৫ তাহার সেই দাসদিগকে ধরিয়া কাহাকে প্রহর ও কাহাকে প্রস্তরাঘাত এবং কাহাকে বধ করিল । পুনশ্চ ৩৬ সেই কৰ্ত্ত প্রথমাপেক্ষা আরও অধিক দাসদিগকে প্রেরণ করিলেন ; কিন্তু তাহারা তাহদেরও প্রতি সেই মত ব্যবহার করিল । অনন্তর আমার পুত্র গেলে তাহাকে ৩৭ সমাদর করবে, ইহা কহিয়া তিনি শেষে আপনার পুত্রকে তাহাদের নিকটে প্রেরণ করলেন । কিন্তু ঐ কৃষকের ৩৮ পুত্রকে দেখিয় পরস্পর এই মন্ত্রণা করিতে লাগিল, এই উত্তরাধিকারী, আইস, আমরা ইহঁকে বধ করিয়৷ ইহঁর অধিকার হস্তগত করি । পরে তাহারা তাহাকে ধরিয়া ৩৯৮ দ্রাক্ষাক্ষেত্রের বাহিরে ফেলিয়া বধ করিল । যখন সেই ৪ • দ্রাক্ষাক্ষেত্রের কৰ্ত্ত আসিবেন, তখন সেই কৃষকদিগের প্রতি কি করিবেন? তাহার। উত্তর করিল, সেই পাপিদিগকে ৪ ১ দারুণ যন্ত্রণাতে সংহার করিবেন, এবং যাহার সময়ানুক্রমে ফল যোগাইয়া দিবে, এমন কৃষকদের হস্তে ক্ষেত্র সমপর্ণ করিবেন । তখন যীশু তাহাদিগকে কহিলেন, “ গাথকেরা ৪২ 70