পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s অধ্যায়।] প্রকাশিত ভবিষ্য দ্বীকf । レー〉いう ১৩ করাইল । এবং মনুষ্যের সাক্ষাতে স্বৰ্গহইতে পৃথিবীতে অগ্নিবৃষ্টি হয়, এমন নানা আশ্চৰ্য্য ক্রিয়। ১ ৪ দেখাইয়া পশুর সাক্ষাতে আশ্চৰ্য্য ক্রিয়া করিতে তাহাকে যে ক্ষমতা দত্ত হইয়াছিল, তাহাদ্বারা পৃথিবী নিবাসি লোকদের ভ্রান্তি জন্মাইল । এবং যে প খড়গাঘাতে ক্ষতমস্তক হইয়া বাচিল, তাহার ম। নিৰ্ম্মাণ করিতে পৃথিবী নিবাসি লোকদিগকে ১৫ জ্ঞা দিল । এবং সেই পশুর প্রতিমা যেন কথা হিতে পারে, এবং যে কেহ সে পশুর প্রতিমাকে প্র ণাম না করিবে, তাহাকে বধ করিতে পারে, তন্নি মিত্তে পশুর প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা করিতে তাহার ১৬ প্রতি ক্ষমতা দত্ত হইল । এবং ক্ষুদ্র কি মহান, ও ধনী কি দরিদ্র, ও বদ্ধ কি মুক্ত, সকলেরই দক্ষিণ । ১৭ হস্তে কি কপালে তাহার চিহ্ন ধারণ করাইল । এবং ঐ পশুর চিহ্ন কিম্বা নাম কিম্বা নামের সংখ্যা যে কেহ ধারণ না করিবে, তাহাকে ক্রয় বিক্রয় ক১৮ রিতে নিষেধ করিল । ইহাতে জ্ঞান পাওয়া যায়, অতএব যে জন জ্ঞানবান, সে ঐ পশুর সংখ্যা গণন করুক ; তাহা মনুষ্যের গণনাতে ছয় শত ছেষট্টি সংখ্যা হয় । ১ 8 অধ্যায় । ১ সায়োন পৰ্ব্বতে আপন লোকদের সহিত খ্রীষ্টের দর্শন ৬ ও সুসমাচার প্রচারকারি ও বাবিলের বিনাশ প্রকাশকারি এক দূতের দর্শন ১৪ ও ঈশ্বরের কোপরূপ শস্য কাটন ও কোপরূপ দক্ষিকুণ্ড দলিত করণ । ১ পরে দেখিতেই সীয়োন পৰ্ব্বতের উপরে দণ্ডায়মান এক মেষশাবককে, এবং তাহার পিতার নাম কপালে লিখিত এক লক্ষ চোয়াল্লিশ সহস্ৰ লোককে 813