পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । b-R? এবং পুনশ্চ আমাকে কহিল, এই সকল ঈশ্বরের ১ • সত্য বাক্য ।” তখন আমি তাহাকে ভজনা করিতে তাহার চরণে পড়িলে সে অামাকে কহিল, ‘সাবধান, এমত কৰ্ম্ম করিও না ; যেমন তুমি ও যীশুর সাক্ষ্যবিশিষ্ট তোমার ভ্রাতৃগণ, তেমনি আমিও তোমাদের মধ্যে এক জন সহদাস আাছি ; ঈশ্বরকে ভজনা কর ; কেননা যীশুর বিষয়ে সাক্ষ্য ভবিষ্যদ্বাক্যের সার ৷” ১১ অনন্তর আমি দেখিতে ২ স্বৰ্গদ্বার মুক্ত হইলে এক শ্বেতাশ্বকে দর্শন করিলাম ; তাহার উপরে যিনি আরোহণ করিয়াছিলেন, তাহাকে বিশ্বাস্য ও সত্যবাদী করিয়া কহে ; তিনি যথার্থ ৰূপে বিচার ১২ ও যুদ্ধ করেন । র্তাহার চক্ষু অগ্নিশিখাবৎ ও মস্তকেতে অনেক মুকুট, ও তাহাতে যে নাম লিখিত আছে, তাহী অণপনি বিনা অন্যে জানে না । ১৩ এবং রক্তে মগ্ন হইয়াছিল, এমত র্তাহার পরিধান বস্ত্র, ও র্তাহার নামকে ঈশ্বরের বাক্য’ কহে । ১ ৪ পরে স্বগীয় সৈন্যগণ শুভ্রবর্ণ নিৰ্ম্মল সূক্ষ বস্ত্রান্বিত ও শ্বেতাশ্বাৰূঢ় হইয়। র্তাহার পশ্চাৎ গমন করিল ৷ ১৫ তিনি আপন মুখহইতে নির্গত তীক্ষু খড়গদ্বারা অন্যদেশীয়দিগকে প্রহার করেন, এবং লৌহদণ্ডদ্বারা তাহাদিগকে শাসন করেন ; তিনি সৰ্ব্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্ৰোধৰূপ দ্রাক্ষপেষণ কুণ্ডেতে তা১৬ হাদিগকে দলন করেন । এবং ‘রাজাদের রাজা ও প্রভুদের প্রভু’ এই নাম তাহার পরিচ্ছদের ও জংঘার উপরে লিখিত আছে । 827