পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যবাক্য । b-Rぬ দেখিলাম। পরে ঐ দূত সেই নাগ নামে বৃদ্ধ সর্পকে, অর্থাৎ অপবাদক শয়তানকে ধরিয়া সহস বৎসর বদ্ধ রাখিতে অগাধ কুণ্ডের মধ্যে ফেলিয়৷ কুণ্ডের মুখ বদ্ধ করিল, এবং মুদ্রার চিহ্ন দিল, তাহাতে সহস্ৰ বৎসর সম্পূর্ণ ন হইলে সে তাবৎ দেশীয় লোককে আর ভ্রান্ত করিতে পারিবে না ; কিন্তু তাহার পর ক্ষণেক কাল মুক্ত হইবে । পরে আমি কএক সিংহাসন ও তদুপবিষ্ট ব্যক্তিদিগকে দর্শন করিলাম ; তাহাদিগকে বিচার করণের ভার দত্ত হইল ; আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্তে যাহাদের মস্তকছেদন হইয়াছিল, অর্থাৎ যাহার। সেই পশুকে ও তাহার প্রতিমাকে পূজা করে নাই, এবং তাহার চিহ্ন আপন ২ কপালে ও হস্তে ধারণ করে নাই, তাহাদের আত্মাদিগকেও দেখিলাম ; তাহারা এক সহস্ৰ বৎসর সজীব থাকিয়৷ খ্রীষ্টের সহিত রাজত্ব করিল । কিন্তু যাবৎ সহস বৎসর সম্পূর্ণ না হয়, - ふ حسین তাবৎ অবশিষ্ট মৃতের সজীব হইল না ; এই প্রথম উত্থান । যাহার এই উত্থানের অংশী হয়, তাহারাই ধন্য ও পবিত্র , তাহদের উপরে দ্বিতীয় মৃত্যুর কিছু অধিকার নাই ; তাহারা ঈশ্বর ও খ্রীষ্টের উদ্দেশে যাজক হইবে, ও সহস্ৰ বৎসর পর্য্যন্ত র্ত হার সঙ্গে রাজত্ব করিবে । অপর সহস্ৰ বৎসর উত্তীর্ণ হইলে শয়তানকে কারাগারহইতে মুক্ত করা যাইবে । তাহাতে সে পৃথিবীর চতুর্দিকস্থিত সমুদয় রাজ্যকে, অর্থাৎ সমুদ্রের বালী সদৃশ অসংখ্য যে জুজু ও মাজুজু তাই 829