পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X లిe দিনে ২ মনোযোগ পূৰ্ব্বক পাঠ করিয়া থাকে, তাহাদের আচরণ ও ভাল বুঝি বা । এই বিষয়ে অমর | ই হাও বলিতে পারি যে অন্য সকল শাস্ত্র ক্ষমতার হিত, কিন্তু খ্রীষ্টীয় ধৰ্ম্মপুস্তক ক্ষমতাবিশিষ্ট । তাহ পাঠ করিয়া মনে গ্রাহ্য করলে পাপি লোক চেতনা পায়, পরে পাপক্ষমা পাইবার নিমিত্তে যীশু গ্রীষ্টের নিকটে আশ্রয় লয়, পরে, ধৰ্ম্মপুস্তকহটতে নিত্য ২ শিক্ষাপ্রাপ্ত হয় । দুঃখের ও শোকের সময়ে সেই গ্রন্থের কথা তাহার সান্থন জন্মায়, ও মৃতু্যর সময়েও তাহার মনকে সুস্থির করে ; এব° সুথের সময়ে অহস্কার হইতে তাহাকে রক্ষা করে ; এব° সৰ্ব্বসময়ে ভtহাকে অতি উত্তম পরামর্শ দেয় । অন্য কোন শাস্ত্রের সেই রূপ ক্ষমতা নাই। বিশেষতঃ পুত্ৰশোকের কিম্বা মৃত্যুর সময়ে এ ৰ PN পাপপ্রযুক্ত ভয় গ্রস্ত হওন সময়ে মনকে সত্য সান্থন। দিয়া সুস্থির করিতে অন্য কোন শাস্ত্রের ক্ষমতা নাই; কিন্তু রাত্রিসময়ে যেমন প্রদীপ শোভা পায়, তদ্রুপ সেই আন্তরিক অন্ধকারসময়ে ধৰ্ম্মপুস্তক শোভান্বিত হয়। এই কারণ ধাৰ্ম্মিক লোক সকল ইহা নিশ্চয় জানে যে ধৰ্ম্মপুস্তকদ্বারাতে স্বৰ্গস্থ পিতা ঈশ্বর আপনি পিতার উপযুক্ত স্নেহের ও জ্ঞানের বাক্য কছেন। ১২। ধৰ্ম্মপুস্তক ঈশ্বর দত্ত নহে, ইহা অতি অসঙ্গত অনুমানের কথা । g ধৰ্ম্মপুস্তক যদি ঈশ্বরদত্ত না হয়, তবে নানাকালীয় ও নানাদেশীয় অতি সাধু ও অতি জ্ঞান লান লোকদের ভুান্তি হইয়াছে, ইহ বলিতে হয়। ভাল, র্যাহার। অতি