পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪২ অভিপ্রায় অন্য বচনেও প্রকাশিত হইয়াছে, তাহার কোন ২ বচন নীচে লেখা যাক্টতেছে । “পৰিত্ৰ শাস্ত্র গ্রীষ্ট যৗন্ততে প্রত্যয়দ্বারা পরিত্রাণ“ জনক জ্ঞান দিতে সমর্থ আছে।” ২ তীম ৩, ১৫ । “ যৗন্ত ঈশ্বরের অভিষিক্ত পুত্র, ইহা যেন তোমরা “ বিশ্বাস কর, এব^ বিশ্বাস করিয়া তাহার নামেতে “ পরমায়ু প্রাপ্ত হও, এই নিমিত্তে এই সকল লেখা “ গিয়াছে ।” যোহন ২০ ; ৩১ । “ঈশ্বর যাকুৰের কাছে আপন বাক্য, ও ইস্রায়েলের “ কাছে আপন বিধি ও রাজ্যনীতি প্রকাশ করিয়াছেন।” গীত ১৪৭ : ১১ ৷ - এই ২ ৰূপ বচনদ্বারা ধৰ্ম্মপুস্তক দেওনে ঈশ্বরের যে অভিপ্রায় ছিল, তাহ আমরা নিশ্চয় করিতে পারি। ধৰ্ম্মপুস্তকে লিখিত বাক্য ঈশ্বরের বাক্য, কিম্বা ঈশ্বরের আদেশানুসারে আমাদের নিকটে জ্ঞাপিত বাক্য, ইহ নিশ্চয়।, ঈশ্বর আপনার বাক্যদ্বারা মনুষ্যকে কি ২ জানান ? ইহার উত্তর এই । ১, ঈশ্বরের স্বভাব ও কমু ও আজ্ঞা ও প্রতিজ্ঞ । ২, পাপদ্বারা ঈশ্বরকে ভ্যাগ করণ ও দণ্ডের পাত্র হওন প্রযুক্ত মনুষ্যের ভয়ানক অৰস্থ। । ৩. যীশু খ্ৰীষ্টদ্বার: "মনুষ্যজাতির পরিত্রাণ করণে ঈশ্বরের পরামর্শ। ৪, সেই পরিত্রাণপ্রাপ্তির নিমিত্তে এব^ অন্যান্য ৰিযয়ে মনুষ্যের কৰ্ত্তব্যাকৰ্ত্তৰ কৰ্ম্ম ।