পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8趣” “ হাদের প্রতি নানা অমঙ্গল ও ক্লেশ ঘটিৰে, তৎকালে “এই গীত সাক্ষিস্বরূপ হইয়া আমার সম্মুখে তাহাদের “ প্রতিকূলে সাক্ষ্য দিৰে।” দ্বিতীয় ৰিৰ ৩১ , ১৯-২১ । “পরে মূল সমাপ্তি পর্যন্ত এই সকল ব্যবস্থা পুস্তকে “ লিখিয়া পরমেশ্বরের নিয়মসিন্দুকেৰাহক লেৰীয়দিগকে “ এই আজ্ঞা করিল ; এই ব্যৰস্থাগ্রস্থ যেন সে স্থানে “ তোমাদের প্রতিকূলে সাক্ষী হয়, এই জন্যে তোমরা “ ইহা লইয়া পরমেশ্বরের নিয়মসিন্দুকের পাশ্বে রাখে।” দ্বিতীয় বিব ৩১, ২৪-২৬ । ঐ নিয়মসিন্দুকের মধ্যে ঈশ্বরের স্বহস্তলিখিত দশ আজ্ঞা ছিল, এব^ তাহার পাশ্বে মূসাম্বারা লিখিত ব্যৱস্থাগ্রন্থ ছিল ; সেই দশ আজ্ঞা এৰ^ সেই ৰাৱস্থাগ্রন্থ পাপিদের বিরুদ্ধে সাক্ষ্য অর্থাৎ প্রমাণ দিত, এই জন্যে সেই সিন্দুকের সাক্ষ্যসিন্দুক এই নাম হইল ।

  • ভাবিলোকদের নিমিত্তে ইহা লিথিত হইতেছে ; “ যে লোকের সৃষ্ট হইবে, তাহারা পরমেশ্বরের গুণা“নুবাদ করিবে ।” গীত ১০ ২ : ১৮ ।

“ পরমেশ্বরের পুস্তক পাঠ করিয়া বিচার কর, ইহার “ একের ও অভাৰ হইবে না, কেননা পরমেশ্বরের “ মুখ ইহা কহিয়াছেন।" যিশ ৩৪ , ১৩।

    • আমি আনুপূৱিক তাৰৎ বিবরণ তোমাকে লি“থিতে মনস্থ করিলাম, তাহাতে ভূমি যে সকল কথা “ শিক্ষিত হইয়াছ, তাহার দৃঢ় প্রমাণ প্রাপ্ত হইৰ ।” লুক * : 8 | - o

“ আমার পরলোকপ্রাপ্তির পরেও ইহা যেন সৰঞ্জদ।