পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

➢8ፃ “তোমাদের স্মরণে থাকে, এমন উপায় করিতে যত্ন “ করিতেছি।” ২ পিতর ১ , ১৫ । “ হে প্রিয়বর্গ, তোমরা যেন পবিত্র ভবিষ্যদ্বক্তৃগণদ্বার। “পূৰ্ব্বোক্ত বাক্য, এৰ ব্ৰাণকৰ্ত্ত প্রভূর প্রেরিত যে “ আমরা, আমাদের আজ্ঞা স্মরণ কর, এই জন্যে আমি “ পত্রদ্ধয়দ্বারা ভাহী স্মরণ করাইয়।" তোমাদের সরল “ মনকে প্রবৃত্তি দিতে তোমাদের প্রতি এই দ্বিতীয় পত্র “ লিখিলাম।” ২ পিতর ৩, ১ । “ তোমরা যে সত্য ধৰ্ম্ম অজ্ঞাত আছ, এই জন্যে “ তোমাদিগকে লিথিলাম ভাহা নয়, কিন্তু সত্য ধৰ্ম্ম জ্ঞাত “ আছ, এৰ সত্য ধৰ্ম্মের মধ্যে কোন মিথ্যা নাই, এই * জন্যে লিখিলাম। তোমরা প্রথমাবধি যে কথা শুনিয়াছ, “ তাহা তোমাদের অন্তরে থাকুক ; সেই প্রথমাবধি শ্রুত “ বাক্য যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরা পি“ তাতে ও পুত্ৰেতে থাকিব ।” ১ যোহন ২; ২১, ২৪। (৫) ঈশ্বর ধৰ্ম্মপুস্তক মূলভাষাতে লেখাইয়। দিয়াছেন, কিন্তু তাহার অনুলিপি যাহারা লিথিয়াছে, কিম্বা যন্ত্রদ্বারা ছাপাইয়াছে, তাহাদিগের বিশেষ উপকার করেন নাই, যেহেতুক তাহ অনাৱশ্যক ছিল । এৰ^ যাহার। ধৰ্ম্মপুস্তক মূলভাষাহইতে ভাষান্তর করিয়া দিয়াছে, তাহাদেরও বিশেষ উপকার করেন মাই । তিনি মনুষ্যজাতিকে যে দর্শন ও জ্ঞানশক্তি দিয়াছেন, তাহাই এই প্রকার কৰ্ম্ম করণার্থে প্রচুর। তভিন্ন যাহারা এমন কৰ্ম্ম করণের সময়ে তাহার নিকটে প্রার্থনা করে, তাহা- . দ্ধের প্রার্থনানুসারে তিনি তাহাজের প্রতি অনুগ্রহ