পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XBS ১। যিহুদি লোকের আদিভাগ ঈশ্বরদত্ত জ্ঞান করিয়। অতি যত্ন পূৰ্ব্বক রক্ষা করিয়াছে, এৰ^ তাহার অক্ষর পর্য্যন্ত গণনা করিয়া প্রতিপুস্তকের অক্ষরের স^থ্যা লিথিয় দিয়াছে । ২, তাহাদের যত ভজনালয়, সেই সকল ভজনালয়ে প্রতিবিশ্রামবারে মূলভাষাতে লিথিত আদি ভাগের দুই২ খণ্ড পাঠ হইত এবও অদ্যাপি পাঠ হইতেছে, তাহান্তে গুদ্ধ অনুলিপি প্রস্তুত করিয়া কিম্বা ক্রয় করিয়া পাঠ করিতে প্রতিসভার চেষ্টা আছে । ৩. যদি কোন স্থানস্থ সভার লোক কোন ক্রমে অস্তদ্ধ অনুলিপি ধরিয়া পাঠ করে, তবে অন্য ২ স্থানহইতে যিহুদি লোক সেই সভাতে আইলে ঐ অনুলিপির অস্তদ্ধত প্রকাশ করিয়া সেই সভার নিন্দ আৰশ্য কৱিৰে, ইহা জানিয়া প্রতিসভার লোক অতি পূৰ্ব্বকালাবধি এ বিষয়ে অতি সাৰ ধান হইয়া অভ্যালিতেছে । ৪, তদ্রুপ অন্তভাগ যে গ্রীক ভাষাতে লিথিত হইয়াছিল, সেই ভাষাতে প্রত্যেক প্রভূর দিনে (অর্থাৎ রবিবারে ) লক্ষ ২ মণ্ডলীর মধ্যে অন্তভাগের কোন অ°Nশ পাঠ ছষ্টত, যেহেতুক গ্রীষ্টের জন্মাৰধি ছয় শত এৰ^ ততোধিক ৰৎসর পর্যন্ত সেই গ্রীক ভাষা নানা দেশে চলিত ও সামান্য লোকদের বোধগম্য ছিল । ৫, যদি কোন মণ্ডলীর মধ্যে অশুদ্ধ অনুলিপি পাঠ হয়, তবে অন্য স্থানহইতে আগত খ্ৰীষ্টীয়ান লোকের সেই অশুদ্ধতা প্রকাশ করিয়া ঐ মণ্ডলীর নিন্দ কৱিৰে, এই ভয়ে সকল মণ্ডলী সাৰধান থাকিত। ৬, অন্তভাগের দুই তিন অতিপুরাতন অনুলিপি অদ্যাপি ৰক্তমান আছে, সেই অনুলিপি মুছ