পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8b" ধৰ্ম্মব্যাখ্যা । [তৃতীয় একটু কমবেগে এবং ধীরে ধীরে হইতে থাকিবে, সমস্ত শরীরট আর তোমার অনুভবে আসিবে না, হৃদয়ভাগ ব্যতীত অন্য সমস্ত শরীরটা যেন অচেতন মত হইতে থাকিবে। কেবল বক্ষপ্রদেশই চেতন বলিয়া অনুভূত হইতে থাকিবে । ( যে কারণে ইহা হয় তাহ সমাধি প্রকরণে বলিব ) এতদবস্থায় নিরোধশক্তির কিছু বৃদ্ধি হইবে, আত্মজ্ঞানাদি ধৰ্ম্মের ও অত্যন্নপরিমাণে বিকাশ হইবে। তৎপর—যখন সমস্ত বক্ষপ্রদেশ লক্ষ্য করিতে করিতে ফুসফুস, হৃদপিণ্ড ও তৎসংলগ্ন মাংসপেষীর অনুভব হইতে থাকিবে, তখন তোমার বুখানশক্তির বিস্তৃতি আরও একটু কমিবে, چچاہیئـ আকুঞ্চন হইবে ; অর্থাৎ তোমার হৃদয় ব্যাপিনী বুখানশক্তি বক্ষপ্রদেশের চৰ্ম্মান্ত ভাগ পরিত্যাগ করিয়া একটু অভ্যন্তরে নিমগ্ন হইবে, ব্যুথানশক্তির বল আরও একটু কমিবে ; সুতরাং ফুসফুস হৃৎপিণ্ডের ক্রিয়া আরও একটু কমবেগে ও ধীরে ধীরে হইতে থাকিবে । মস্তিষ্কাদি সমস্ত যন্ত্রের ক্রিয়া অারও অধিক ক্ষীণ হইবে, এবং বক্ষপ্রদেশের চৰ্ম্মান্তভাগ আর তোমার অনুভবে আসিবে না, বক্ষ প্রদেশের উপরিস্থিত-স্তরটা যেন অচেতনমত হইতে থাকিবে। এঅবস্থায় নিরোধশক্তি আরও বৃদ্ধি পাইবে, এবং আত্মজ্ঞানাদি ধৰ্ম্মের অধিকতর বিকাশ হইবে। 4 א তৎপর যখন হৃৎপিণ্ডও ফুসফুসাদিতে অনুপ্রবিষ্ট-স্নায়ু-সমূহের অনুভব হইতে থাকিবে, তখন তোমার জীবাত্মার ব্যুথান-শক্তির বিস্তৃতি আরও একটু কমিবে, আরও একটু আকুঞ্চিত হইবে ; অর্থাৎ তোমার ফুসফুস, হৃৎপিওও তৎসংলগ্ন মাংসপেষী-ব্যাপিনী-বুখানশক্তি আরও একটু গুটিয়া এই স্থানের স্নায়ুর মধ্যেই জড় হইতে থাকিবে ; বুখানশক্তির বেগু আরও একটু কমিবে ; সুতরাং ফুসফুস, হৃৎপিণ্ডাদির ক্রিয়া আরও কমবেগে অনুবাদ মাত্র” কিন্তু বাস্তবিক তাহা নহে সংস্কৃত শাস্ত্রেও এ সকল কথা . বিশেষরূপ আছে, কিন্তু ইহাইত টপ্পনী, আবার ইহার টিপ্পনী করিয়া সে সকল প্রমাণ তোলা নিতান্ত অনিয়ম এ নিমিত্ত তাহ উদ্ধত হইল না, অধ্যাত্ম বিজ্ঞানে তাহ দেখাইব । - × .