পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Mabo ধৰ্ম্মব্যাখ্যা । এ সকল অভাব পরিমোচন হইবার, নহে, ইহা চিরদিনই থাকিবে,— আমার এইরূপ ঘোরদরিদ্রতা চিরদিনই থাকিবে, এক্ষণে ষে চাকুরি করিতেছি, ইছ হইতে অবস্থত হইব, আর কুত্রাপি আমার চাকরি মিলিবে না, গৃহে টাকা নাই, এবং দীন-হীন-দরিদ্রকে কেহ ধারও দিবে না,—সুতরাং ব্যবসায়-বাণিজ্যদ্বারা বাচিবার ও সম্ভব নাই, ভূমি সম্পত্তিও নাই যে তদ্বারা কোন উপকার হইবে, যে কএক বিঘা ত্ৰক্ষোত্তরাদি জমী আছে, তাহাও নিশ্চয়ই অনাবৃষ্টিতে দগ্ধ হইয়া যাইবে, বন্ধু-বান্ধবের মধ্যে ও কেহ ধনীলোক নাই, যে তাহার কেহ আমার সাহায্য করবেন, - গৃহে ছখানি আভরণ নাই, কিম্বা ভাল ছখানি গৃহ নাই যে তদ্বার কিছুদিন । চলিতে পারে, সুতরাং ভবিষ্যতে আর আমার জীবিকার কোন উপায় नाई, বাচিবারই সম্ভাবনা নাই” এইরূপ ধারণা হইলে অস্তরে অন্তরে” কিরূপ অবস্থা হয় তাহা বুঝ কি ? । * শিষ্য ।--আচ্ছ, এইরূপ ভাবটা একবার নিজের মনে আনীয় একটু চিন্তাকরিয়া বলিতেছি । e আচাৰ্য্য। ইহাই ভাল কথা, আধ্যাত্মিক ভাৰ সকল নিজের অন্তরে বিকসিত করিয়া না লইলে, কেবল বাহিরেব শুষ্কতর্কে কিছুই বুঝা বায় না, তাহাতে কেবল নিষ্কাপিতরাইঙ্গর কাষ্ঠ ( ছোবড়া ) 'চর্কর্ণমাজ করা হয় । - শিষ্য।-চিন্তা করিয়া দেখিলাম, ঐ অবস্থাটা অতিভয়ঙ্কর অবস্থা উৎ ভাবিতে গেলে, অন্তরটা যেন শূন্য হইবা পড়ে—নে নিতান্ত নিরাল ন হইয়া পড়ে, আমার আমিও যেন অতীবসম্বোচিত হইয়া জড় সড় হয়,–যেন গুটিাজাইসে, হৃদয় র্যাক্র্যাক্ বোধ হয়, হস্ত-পদাদির মধ্যে নিবির-ঝিন্‌স্থির করিয়া হস্তপদাদি অবসর হইয়া আইসে, হৃদয় । আকুঞ্চিত হয়, হস্তপাদি যেন আর উত্তোলন করা যায় না, এইরূপ সকল অবস্থ উপস্থিত হয়। ‘ · - , छांफ्रांर्षी -टैिंक बलिब्रांझ,-दर्थांर्थहे भैक्रश्न घर्फेनी फै*श्ऊि श्ब्र रँछे ॥-किरू ৰখন এইরূপ অবস্থ হয় যে,তুমি যেদিক তাকাও সেই দিকেই পরিপূর্ণতা সজপর্মকর, তখন ঠিক উহার বিপরীত ঘটনা হইয়া থাকে –তুমি যখন মনে কয়,