পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি উদেশেই বা এই রক্ত শ্রোত করাগ্র পাতলাদি প্রদেশ পৰ্য্যন্ত যাইতেছে, , তাহা দেখা চাই ; ফলতঃ হস্তাবয়ব সকলের পুষ্টি রক্ষণনিমিত্তই রুধিয়ের ঈদৃশী গতি হয় এবং হৃৎপিণ্ডের প্রেরণ ব্যতীত হস্তাদির পেৰী সকলও ঐ হস্তাদির ধমনীর উপর এক একটু চাপ দিতেছে তারাও ধমনী পুতি । রুধির সকল করাগ্র-পদাগ্রাভিমুখে যেন ফসকিয়া বাইতেছে। : এই কাৰ্য্য কোন শক্তির দ্বারা হইতেছে ?—আত্মরশক্তির দ্বার,— · আত্মার—“আমির’—পোষণশক্তির (১৭৬২৭) অন্তর্গত “ব্যান” নামক শক্তি দ্বারা (৮•৷২১.)। আত্মার ‘ব্যাননামক শক্তি মস্তিষ্কবাসী আত্মা হইতে ছুটিয়া করপদাদি পৰ্য্যন্ত বিসৰ্পিত হইতেছে,—প্রত্যেক মাংসপেষীপ্রভৃতির মধ্যে ওতপ্রোতভাবে অনুস্থ্যত স্নায়ুসমূহের দ্বারা প্রবাহিত হইয়া বাইতেছে। সেই ব্যানশক্তি দ্বারা নিযুক্ত বা প্রেরিত হইয়া অস্থি, মজ্জা, স্বায়ু, ধমনী, শিরা ও মাংসপেৰী সকল ঐ অতি স্বক্ষ স্বল্প-ধমনীস্থ রক্তাধু সকল চুৰিয়া লইয়া আপনার, অঙ্গ পুষ্টি দ্বারা নিজ নিজ অস্তিত্ব রক্ষণ করিতেছে, এবং রক্তের মধ্যগত দুষিত-বিষাংশটা পরিত্যাগ করিতেছে, পরিচালনশক্তিও এইরূপ ঐ সকল স্বায়ু সমুহের দ্বারা বিসপিত হইয় বাহু মূলাদিঅবধি রূরতল-পাতলাদি পৰ্য্যন্ত হস্তাদির মাংসপেষী গুলির সাহায্যে হস্তাদির পরিচালন কার্য ও গ্রহাদি কাৰ্য্য সম্পন্ন করিতেছে। জ্ঞানশক্তিও ঐরূপ প্রসারিত হইয়া স্পর্শাদির অন্তভুতি সাধন করিতেছে। মনে কর, তোমার হস্তে একটি ব্ৰণ হইয়াছে, এখন অবগুই তুমি দুঃখ পাইতেছ; অতএব এখনকার অবস্থাটি-বুঝিলেই দুঃখজিনিষটা কি তাং বেশ বুৰিতে পারবে। ত্রণের অবস্থায় আমার হস্তের সেই ত্রণের স্থানে কdকট শিরার মধ্যে কতকটা দুষিত রক্ত বিশাক্ত রক্ত) জমিল, বিষাক্ত রক্ত জমা মাত্রেই সেইখানকার মায়ু, ধমনী,ও মাংসাদি বিকৃত হইয়া গেল, সেইখানকার রক্তের গতি একরূপ অবরুদ্ধ হইল। স্বতরাং ক্লাস্কার পোষণ শক্তিও গিয়া সেইখানেই মেকিল এবং পরিচালন ও জ্ঞান শক্তি ও গিরা শৰীৰ হইতেছে, কেন না ওখানকার স্বাস্থগুলি অকৰ্ম্মণ্য হইয় পড়িয়াছে। কিন্তু জাফর শক্তি আপনার গানের পথ হইতে ঐ বাধাদারক কুরক্তটা তাড়াইয়াদিয়া জাপন কাৰ্যকরার নিমিঙ বিলক্ষণ জোর করিতেছে, এদিকে ফুরকাশ্রিত