পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थ७] ধৰ্ম্মব্যাখ্যা । । - RXవి ন হইলে, এ বিষয়টি বুঝিতে পারিবে না। প্রথম একটি দৃষ্টান্ত বুঝিয়। লও,—তড়িৎ শক্তি যখন টেলিগ্রাফের তারের মধ্যদিয়া যায় তখন কিরূপ ঘটনা হয় তাহা জান কি ? এবং বুধাকাপাপেক্ষায় বসন্তকালীন নব মেঘোদয়ে অধিক বজ্রপাত হয় কেন তাহ অবগত আছ ? শিষ্য —তাহ একরূপ জানি, কিন্তু তাহার সহিত এখানে কি সম্বন্ধ তাহা কিছুই বুঝিতে পারি না। আচাৰ্য্য।— সম্বন্ধের কথা পরেই বলিতেছি, তুমি ইহার কি জান বল দেখি ? - - শিষ্য।—তড়িৎশক্তি যখন তারের মধ্ন্যদিয়া প্রবাহিত হইয়া চলিয়া যায়, তখন তারের পরমাণু রাশির মধ্যে এক প্রকার ধাক্কা লাগে, সেই ধাক্কাদ্বারা তারের পরমাণু রাশি পরিচালিত হয়, অর্থাৎ তাহার পরমাণু সমষ্টি যে ভাবে অবস্থিতি করিতেছে তাহার কিছু উলট পালট, হয়। কিন্তু ঐ তড়িৎশক্তি চলিয়া যাওয়া মাত্রেই তারের পরমাণু রাশি, আবার সেইমত যথাস্থানে সন্নিবেশিত হয়। কারণ পরমাণু সকলের সর্বদাই চেষ্টা আছে যে তাহারা পরস্পরে অতি সন্নিহিতভাবে সংযুক্ত ও সন্নিবেশিত হইয়া থাকে, কিন্তু যখন তড়িৎ শক্তি চলিয়া যায়, তখন উহাদের সেই অতি নৈকট্য ভাবে সন্নিবেশের কিছু ব্যাঘাত ঘটে, অর্থাৎ ঐ রূপ সন্নিবেশের পূর্ণমাত্রায়’না হইলেও, অনেকটা বাধা জন্মায়, আবার এই সন্নিবেশও তড়িৎশক্তির পরিচালনে কতকটা বাধা জন্মায়, তড়িৎশক্তিও সেই বাধা অতিক্রমণ পূর্বক কোন একদিকে চলিতে থাকে, তাই একটা ধাক্কাধাক্কী উপস্থিত হয়। আচাৰ্য্য —তার যদি কিছু মাত্র বাধা না জন্মাইত তবে কি হইত ? শিষ্য —তাহ আদৌ সম্ভবে না, যতক্ষণ তারের তারত্ব থাকিবে, — তারের অবয়ব সন্নিবেশ খাকিবে, ততক্ষণ অন্ত একটা চলন্তশক্তি তাহার মধ্য দিয়া গেলে, নিশ্চয় তাহার পরমাণু রাশি ঐ শক্তিকে বাধা দিবে, ইহা অব্যর্থ সিদ্ধান্ত। ৰিশেষতঃ বাধা না পাইলে কোন শক্তিই উত্তেজিত হইয়া চলিয়া যাইতে পারে না, বাধাই শক্তির জোর ও উত্তেজিত হওয়ায় মুখ্যকারণ।