পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨(t8 ধৰ্ম্মব্যাখ্যা । [ छ्ऊँोघ्रं পরিচালন শক্তির স্থখ দুঃখ অবস্থা প্রথম পরিচাল শক্তির অবস্থদ্বয় বলি,— মনে কর, তুমি যেন পদ দ্বারা গমন করিতেছ, এই গমন ক্রিয়াটি তোমার পরিচালন শক্তির কার্য্য, পরিচালন শক্তিই উত্তেজিত হইয়। মস্তিষ্ক হইতে ৰিসৰ্পণ পূৰ্ব্বক স্নায়ু মণ্ডলীর দ্বারা পদদেশ পৰ্য্যন্ত আসিতেছে, তাই পদদ্বয় পরিচালিত হইতেছে। এখন যদি এই শক্তিটি অনর্গলভাবে আসিয়া তোমার পদ পরিচালন করিতে পারে, তবে যতক্ষণ উহার নূতনত্ব থাকে ততক্ষণ পৰ্য্যন্ত, উহাই স্বথাবস্থা হইল। আর যদি ঐ শক্তি পরিস্ফুরিত হইয়াও প্রবাহ কালে, পথে কোন প্রকার বাধা পায়, গমন যন্ত্র এবং পানীয় স্নায়ুর বিকুতি বশতঃ ঠেকিয়া-ঠেকিয়া চলে, তাহা হইলে ঐ শক্তিই দুঃখাবস্থা হইল। হস্তাদির উপর ক্রিয়া কারক অন্যান্য পরিচালন শক্তি সম্বন্ধেও এইরূপই জানিবে। পোষণ শক্তির সুখ দুঃখ অবস্থ। । তোমার ষে পাকস্থলীর ক্রিয়া হইতেছে ইহা পোষণ শক্তিয় কাৰ্য্য, পোষণ শক্তিই বিকসিত হইয়া মস্তিষ্ক এবং স্নায়ুর দ্বারা অবসর্পণপূর্বক পাকস্থলীতে সমুপস্থিত হয়, এবং পাকস্থলীর দ্বারা অল্প নিঃসারণ আর রসের গ্রহণ করিয়া থাকে ; ইহা পূৰ্ব্বেই বিস্তারক্রমে ব্যাখ্যাত হইয়াছে। এই শক্তি যখন অনর্গলভাবে প্রবাহিত হইয়া অাপন কাৰ্য্য নিম্পন্ন করিতে থাকে, তখনই মুখস্বরূপ হইল ; আর যদি স্বায়ু ও অন্ত কোন যন্ত্রের দোষে, পথে কোন বাধা হইয়া ঠেকাঠেকাভাবে প্রবাহিত হয়,—রীতিমত কাৰ্য্য করিতে না পারে, তবে ঐ শক্তিই দুঃখস্বরূপ হইল। ফুসফুসাদি বিসৰ্পিত অন্যান্স প্রকার পোষণ শক্তি সম্বন্ধেও এইরূপই বুঝিতে হইবে।