পাতা:ধর্ম্মসাধন.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ઝ ধৰ্ম্মসাধন | পুণ্য মূল্য দিয়া তাহাকে কি কিনিতে পারি? তবে যে কথিত Wigg “Blessed, are the pure in spirit,for they shall see God.” পবিত্র আত্মার ধন্য, কারণ র্তাহারা ঈশ্বরের দর্শন পাইবেন, ইহার মৰ্ম্ম এই যে নিজের অহঙ্কার পরিত্যাগ করিয়া ঈশ্বরের পুণ্যভাব হৃদয়ে ধারণ করা, তাহার জন্য ব্যাকুলিত থাকা, সকল ছাড়িয়া তাকে সার করা—এইরূপ হইলে ঈশ্বরের দর্শন হয়। হৃদয়কে স্বচ্ছ কাচের ন্যায় করিতে হইবে । কিন্তু আমি দেখিবার উপযুক্ত হইয়াছি, এত অামার পুণ্যবল, এ ভাব র্যার মনে আসে তিনি ঈশ্বরকে হারান । আমাদের পাপ যত চলিয়া গিয়া পুণ্যস্বভাব হইবে অর্থাৎ আমরা ঈশ্বরের বলে বলী, তার জ্ঞানে জ্ঞানী, তার পবিত্র জ্যোতিতেই পবিত্র হইয়া তার আনুগত্যে যতই অ পিনাকে মহৎ বলিয়া বুঝিতে পারিব,তত হৃদয় পবিত্র হইবে,তত র্তাহাকে দেখিতে পাইব । , প্র। পাপের মধ্যে ঈশ্বর কখন দেখা দেন, আবার দেন না, ইহার কারণ কি ? উ। জরে যেমন কুইনাইন বিরাম কালে দিয়া থাকে; জরপ্রকোপের সময় দিলে তাহাতে ইষ্ট না হইয়া অনিষ্ট হয়, পাপের মধ্যে সেইরূপ বিরামের অবস্থা আছে, সেই সময়ে ঈশ্বর দেখা দেন । তার অভিপ্রায় এই যে সে দর্শনে পাপী আপনার অবস্থা বুঝিয়া সচেতন ও সাবধান হইবে এবং পাপ ত্যাগ করিয়া পুণ্যের পথে আরোহণ করিবে । অত্যন্ত পাপ- , প্রকোপের মধ্যে তিনি যদি দেখা দেন,অমরণ র্তাহার নিতাত্ত জমৰ্য্যাদা করি এবং তাহাতে আত্মার অধিক অনিষ্ট হয় ।