পাতা:ধর্ম্মসাধন.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(te ধৰ্ম্মসাধন । প্র । যে রিপুটী অধিক প্রবল, কি প্রকার বিশেষ চেষ্টায় তাহাকে খৰ্ব্ব করা যাইতে পারে ? - উ। রিপুসকল মনের এক একটা অংশ নয়, ভিন্ন ভিন্ন অবস্থা মাত্র। হৃদয়ের মূল এবং মনের সাধারণ ভাব পবিত্র ন হইলে প্রকৃত পক্ষে তাহাদিগকে জয় করা যায় না । যিনি আর সকল পাপ পুষিয়। রাখিয়া কেবল কামরিপুকে দমন । করিতে চান, তাহার চেষ্টা কখনও সফল হয় না। রিপুসকল পরস্পরের সহকারী, মনের মধ্যে একটীর বাসস্থান থাকিলে তাহার কুটুম্বগণের আর আসিবার ভাবনা থাকে না। যাহার লোভ কি ক্রোধ আছে, তদ্বারা তাহার কাম প্রবৃত্তিও বৃদ্ধি হইবে । পাপকে ছোট বড় জ্ঞান না করিয়া সকল পাপের - বিরুদ্ধে দৃঢ়ৰূপে সংগ্রামপূর্বক জয় লাভ করা কৰ্ত্তব্য। প্র । যাহার মনে অনেক দিন হইতে কুপ্রবৃত্তি প্রবল, যে ছাজার চেষ্টা করিলেও বিফল হয় ; তাহার পক্ষে দুৰ্দ্দম রি সকলকে জয় করিবার নিশ্চয় উপায় কি ? . ë “Passion should be conquered by passion” প্রবৃত্তি দ্বারাই প্রবৃত্তিকে জয় করিতে হয় । যত কেন প্রবল রিপু হউক না, সাধক যদি ঈশ্বরের জন্য প্রবল অনুরাগী হন, কোন সাধু ভাবে বা সাধু কাৰ্য্যে সম্পূর্ণ ব্যাপৃত ও উন্মত্ত হইতে : পারেন, অতি সহজে পাপের হস্ত হইতে পরিত্রাণ লাভ করেন । , প্র । কামরিপু দমনের ভাব ও অভাব পক্ষে কি কি উপায় আছে ? - . . . . . . উ। ভাব পক্ষে উপরে যেরূপ বলা হইয়াছে অর্থাৎ পবিত্র স্ত্রীলোকদিগের সংসর্গে মনের কুভাব পরিবর্তন করা। অদ্ভাব,