পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>@ ● নবীনচন্দ্রর গ্রন্থাবলী । లa বাসনা একটি পুতুল আনিয়া, শূন্ত সিংহাসনে রাখি বসাইয়া । তা হইলে গঙ্গা-সলিলে ভাসিয়া, ত হইলে এই আগুণে জলিয়া, এত গুলি অর্থ বছর বছর, পূর্ণ করিবে না পাপের উদর ; \లిy কি বলিব এই অর্থে হে রাজন ? বাচিত সহস্র ছঃখীর জীবন । সহস্র দরিদ্র দীন বাছাগণ, পেতে বিনিময়ে বিদ্যারূপ-ধন। কত অশ্রুধারা হইত মোচন, কত শুভ কাৰ্য্য হইত সাধন । Vలిసి যেমতি ভারতে পুরাকালে হায়, শোভিত অসির আলোকমালায়, যেমতি গাইত গীত গায়িকীয়, পূরিয়া যামিনী সঙ্গীত সুধায়; সেক্ট নৃত্য গীত রয়েছে সকল, কিন্তু কোথা গেল সেই বীর্য বল । 8 o ঢাল স্বরা ঢাল, ঢাল পুনৰ্ব্বার, সে সব কথায় কাজ নাহি অার, আজি বারাণসী আমোদ-বাজার, ঢাল সুরা ঢাল, ঢাল আর বার ।