পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপটতা । న) করার চেষ্টা করে। যে অন্যের নিন্দ দ্বারা আপনার গৌরব বৃদ্ধি করিতে প্রয়াস পায়, সে স্বহস্তে তাহাঁর অবনতির পথ প্রশস্ত কুরিয়া দেয়। আত্মশ্লাঘ দ্বারা কখনই গৌরববৃদ্ধি হয় না ; বরং ইহা হইতে গৌরব নষ্ট হয়। গুণবান ব্যক্তি কখনই আত্মশ্লাঘা করেন না। তিনি স্বশীতলচন্দ্র ও সুগন্ধি প্রসূনের স্যায় আত্মশ্লাঘ না করিয়া স্বকীয় যশঃসৌরভে চতুর্দিক আমোদিত করেন। অন্ত্যের উন্নতি দেখিয়া কখনও ঈর্ষাপরবশ হওয়া উচিত নহে। ঈর্ষার বশে অন্ধ হইয়া যে কাপুরুষ অন্যের অনিষ্টসাধনে বড় হইতে আকাঙক্ষা করে, সে নিজের সৌভাগ্যপথে নিজেই কণ্টক রোপণ এবং স্বদেশকেও কলঙ্কিত করে। দুর্বত্ত কাপুরুষ জয়চাঁদ স্বীয় ভ্রাতা পৃথ্বীরাজের উন্নতি দেখিয এই দুষ্প্রবৃত্তির বশে পুণ্যময়ী ভারতভূমিকে চিরদিনের জন্য অধীনতাশূন্থলে শৃঙ্খলিত করিয়া গিয়াছে। কুলপাংসন জয়চাঁদ এই ঈর্ষার বশীভূত হইয়া দেশশত্র সাহাবুদ্দিনের আশ্রয় গ্রহণ করিয়া স্বদেশভক্ত পৃথ্বীরাজ ও সমরকেশরী সমরসিংহের শোণিতে ভারতভূমিকে অভিষিক্ত করিয়াছিল। কেবল যে পৃথ্বীরাজ ও সমরসিংহের শোণিতপাতেই ইহা পৰ্য্যবসিত হইয়াছিল এমন নহে ; ইহার চরমফল পরশ্ৰীকান্তর জয়চাঁদের রাজ্যচু্যতি ও গঙ্গাবক্ষে প্রাণবিসর্জন। পৃথ্বীরাজ ও সমরসিংহের পতনের কিছুদিন পরেই সাহাবুদিন জয়ীদের রাজ্য আক্রমণ করেন । নৃশংস জয়চাঁদ প্রাণ লইয়া নৌকারোহণে পলায়ন করে, কিন্তু তরণী গঙ্গাসলিলে মগ্ন হইয়া ততার পাপপিপাসার চিরনিবৃত্তি সাধন করে।