পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኟ € 8 পবিত্র আত্মার ফল । কেবল ছল পূৰ্ব্বক তাহাকে অপরিচিতের ন্যায় জ্ঞান করিয়াছিল। অপর রাজা আপনার অট্টালিকায় প্রত্যাগত হইয়া আপনার দেওয়ানকে ডাকিয়া বলিলেন, এই রাজপুরীর চতুর্যপাশ্বস্থ সামান্য লোকদের মধ্যে অত্যন্ন লোক শিক্ষা পায়, এ ভাল নয়। ইহা বলিয়া তিনি দেওয়ানের হস্তে এক পুলিন্দা সমপর্ণ করিয়া কহিলেন, এই নাম ধামানুসারে ইহা পাঠাইয়া দেও, এব° সেই স্ত্রীকে বলিয়া পাঠাও যে এই পুলিন্দাতে নে পুস্তক আছে, তাহা তোমার পুত্রের শিক্ষার্থে রাজার পুরস্কার স্বরূপ দত্ত হইয়াছে। অার আমি সেই স্ত্রীলোকের অবস্থা বিশেষরূপে জানিতে চাই, এব^ তাহার বালকেরণ যে পাঠশালাতে যায়, এ আমার বাঞ্ছা । সেই পুলিন্দার মধ্যে এক থানি ধৰ্ম্মপুস্তক ছিল, তাহার প্রথম পৃষ্ঠে রাজা স্বহস্তে লিথিয়াছিলেন যে ইহা অমুকী স্ত্রীর প্রতি তৃতীয় জর্জ রাজার দান । অধিকন্তু তিনি সেই পুস্তকের ভিতরে পঞ্চাশ টাকার এক নোট রাথিয়াছিলেন। রাজা দেওয়ানকে আরও কহিলেন, ইহা অবিলম্বে পাঠাইয়। দেও, আমার রাজ্যস্থ সমুদয় প্রজা ধৰ্ম্মপুস্তক পাঠ করে, এই আমার ইচ্ছা। রাজার মৃত্যুর পরে অনেক লোক সেই ধৰ্ম্মপুস্তক থানির নিমিত্তে ঐ স্ত্রীকে অনেক টাকা দিতে চাহিলেও সে তাহাতে অসম্মত হইয়া কহিত, আমি ইহা যাবজ্জীবন ত্যাগ করিব না, এব°N যদি পারি, তবে মরণ সময়েও ইহা অামার শিয়রে রাখিব ।