পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fইতৈষিত । У о Ф ১৫ । দীনহীন গেগি নামী দাসীর বিবরণ। উক্ত দাসীর বিষয়ে লণ্ডন নগরবাসি এক জন উপদেশক বলেন, তাহার মাতা মরণকালে আয়রলগু দেশীয় এক ব্যক্তির হস্তে তাহাকে সমৰ্পণ করিয়াছিল। সেই কত্রী তাহাকে শিক্ষণ দিয়া দাসীরূপে রাগিয়া বেতনের নিমিত্তে কেবল অন্ন বস্ত্র দিতেন । সেই ব্যক্তির নিকটে থাকিতে ২ পেগি প্রতি রসিলারে গীর্জাঘরে গিয়া সুসমাচারের ঘোষণা শুনিত ; তাহাতে যেমন চাতকপক্ষী বৃষ্টিজলে সন্তুষ্ট হয়, তেমনি সেও কালক্রমে ধৰ্ম্মপুস্তকের উপদেশে সন্তুষ্ট হইতে লাগিল, এব^ তাহার ফলরূপে তাহার আচার ব্যবহার পূর্বাপেক্ষা উত্তম হইল। ইহা দেখিয়া তাহার কত্রী তাহার কৰ্ম্ম বিষয়ে সন্তুষ্টা হইয়া পাছে সে সূযোগক্রমে বেতনের অাশাতে অন্যত্র যায়, তন্নিমিত্তে তাহাকে কিঞ্চিৎ বার্ষিক বেতন দিতে স্বীকৃত হইলেন । পরে কতক মাস গত হইলে এক দিন সন্ধ্যাকালে গীর্জার পর ঐ দাসী আমার হস্তে এক থানি দশ টাকার নোট দিল । তাহ দেথিয়া আমি বলিলাম, এ কি ? সে উত্তর করিল, হে মান্যবর মহাশয়, এ অামার প্রথম উপার্জিত টাকা, ইহাতে আমি কি করিব ? অাঃ ! আমি কি আপন জন্মদেশ ভুলিব ? তাহী কথন হইবে না। এই টাকা আয়রলণ্ড দেশীয় লোকদের পারমার্থিক মঙ্গ= লার্থে ব্যয় করা আমার বাঞ্ছা। তাহারা রোমাণ কাথলিক, অতএব তাহাদের নিকটে ধৰ্ম্মপুস্তক ও সুসমাচার প্রচারকদিগকে পাঠাইলে ভাল হয় । আমি ইহা শ্রবণে