বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
( ৪ )

নুসারে কার্য্য না করিয়া কেন আমাকে মুখে কেবল প্রভ২ বল॥ তিনি আরও কহিয়াছেন “যাহারা আমার কথা শুনিয়া তাহা পালন করে তাহারা সেই ব্যক্তির সদৃশ হয়, যে শৈলোপরি আপন গৃহ নির্ম্মাণ করে” এবং “আমার ধর্মে বিশ্বাস করত যে ডুবিত হয় সেই ত্রাণ পায়”। ঐরূপ যোহন্ লিখিত মঙ্গল সমাচারেও কথিত আছে, যে “জল ও পবিত্রাত্মাতে মনুষ্য পুনর্জাত না হইলে তাহারা কখন ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে পারেনা।” অতএব ত্রাণকর্ত্তার এই সকল উক্তিতে স্পষ্টরূপে পুমান হইতেছে যে বাহ্যকায্যদ্বারা মনুষ্যর পরিত্রাণ হইতে পারে॥

 পেণ্টকষ্ট পর্ব্ব দিবসে পিতর আপন চত্তর্দ্দিগস্থ লোকদিগকে কহিয়াছিলেন যে পাপক্ষমার নিমিত্তে অনুতাপ করিয়া অবগাহিত হইলে পবিত্রাত্মা তোমাদের উপর আবির্ভাব হইবেন॥ অতএব এই বচন দ্বারা স্পষ্ট জানা যাইতেছে যে লোকেরা বাহ্যিক বিধি নির্ব্বাহ করিলে অর্থাত জলে অবগাহিত হইলে প্রথমে পাপের ক্ষমা ও পরে পবিত্রাত্মার প্রাসাদ প্রাপ্ত হইতে পারে। সেজাহা হউক বাহ্যিক কর্ম্মের প্রতি মনোযোগি হইবার পূর্ব্বে আন্তরিক