বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ৫ )

কর্ম্ম অথাত বিশ্বাস ও অনুতাপ করা নিতান্ত আব শ্যক। অবগাহনের পূর্বে বিশ্বাস ও অনুতাপের অবশ্য প্রয়োজন এবং অবগাহন না করিলে পাপের ক্ষমা ও পবিত্রাত্মার কৃপা পাপ্ত হওয়া যায়না; অত এব ইহা বিলক্ষণ প্রকাশ হইতেছে যে শিশুদিগকে ব্যাপটাইজ করা বৃথা ও ধর্ম্ম পুস্তকের বিদ্ধ; কেন না শৈশবাবস্থা প্রযুক্ত বালকদের বিশ্বাস ও অনু তাপ করিবার ক্ষমতা থাকেনা কিন্তু অবগাহনের পুর্বে ঐ ক্ষমতার বিশেষ প্রয়োজন করে অতএব শদ্ধ ঐ বাহ্যিক কর্ম্মের আবশ্যক কি?  কেছ২ এমত বোধ করেন যে পাপ বিমোচনার্থ পরমেশ্বরের অত্যাবশ্যকনীয় যে সকল বিধি স্থা পন করিয়াছেন তন্মধ্যে অবগাহনকে গণ্য করা ভুম ব্যতিত অন্য নহে। ইহার উত্তর এই যে, ত্রাণ কর্তা ও প্রেরিতগণ আমাদিগের পূর্ব্বে ঐ মত ব্যব হার করিয়াছেন, অতএব আমাদিগেরও তাঁহারদের দৃষ্টাস্তানুসারে ঐ রূপ আচরন করা কত্তব্য॥ জল প্লাবনের দ্বারা পৃথিবীর ধ্বংস অবগাহন দ্বারা পাপের ধ্বংসের দৃষ্টান্ত স্বরূপ হইয়াছে, কেননা পৃথিবি পাপেতে আচ্ছাদিত হইলে ধার্মিক লোকের পাপময় জগত হইতে জল দ্বারা উদ্ধার প্রাপ্ত হই