পাতা:পরিব্রাজক.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSS সাম্রাজ্যে কৃশ্চান ধৰ্ম্মের বিজয় হয়। কিন্তু প্রাচীন গ্রীক, যাদের আমরা যবন বলি, যারা ইউরোপী সভ্যতার আদ গুরু, তাদের সভ্যতার চরম উথান কৃশ্চানদের অনেক পূৰ্ব্বে ৷ কৃশ্চান হয়ে পর্যন্ত তাদের বিদ্যা বুদ্ধি সমস্ত লোপ পেয়ে গেল ; কিন্তু যেমন হিন্দুদের ঘরে পূর্বপুরুষদের বিদ্যা বুদ্ধি কিছু কিছু রক্ষিত আছে, তেমনি কৃশ্চান গ্রীকদের কাছে ছিল ; সেই সকল পুস্তক চারিদিকে ছড়িয়ে ಕ್ಗ পড়ল। তাতেই ইংরাজ জৰ্ম্মান ফেঞ্চ প্রভৃতি ཙཱ་བ་ཤཱཀཱ་ཝཱ་ জাতির মধ্যে প্রথম সভ্যতার উন্মেষ। গ্রীকভাষী প্রত্নতত্ত্ব বিদ্যার গ্ৰীক বিদ্যা শেখবার একটা ধূম পড়ে গেল। প্রথমে " যা কিছু ঐ সকল পুস্তকে ছিল, তা হাড়শুদ্ধ গেলা , হলু। তারপর যখন নিজেদের বুদ্ধি মার্জিত হয়ে আসতে লাগৃল এবং ক্রমে ক্রমে পদার্থবিদ্যার অভু্যুথান হতে লাগল, তখন ঐ সকল গ্রন্থের সময়, প্রণেতা, বিষয়, যথাতথ্য ইত্যাদির গবেষণা চলতে লাগল। কৃশ্চানদের ধৰ্ম্ম গ্রন্থগুলি ছাড়া প্রাচীন অকৃশ্চান গ্রীকদের সমস্ত গ্রন্থের উপর মতামত প্রকাশ কর্তে ত আর কোনও বাধা ছিলনা, কাযেই বাহ্য এবং আভ্যন্তর