ግ& আর বোগেশের পাদ্রাণী, জড়াজড়ি হয়ে কোণে চার ঘণ্টা বসে থাকে। তোমার ইউরোপী সভ্যতা বোঝা দায় । আমরা যদি বাইরে কুলত কুচো করি কি দাত মাজি –বলে কি অসভ্য, অার জড়ামড়িগুলো গোপনে কল্পে ভাল হয় না কি ? ভোমরা আবার এই সভ্যতার নকল করতে যাও ! যাহক, প্রোটেষ্টাণ্ট ধৰ্ম্মে উত্তরইউরোপের যে কি উপকার করেছে, তা পাদ্রী পুরুষ না দেখলে তোমরা বুঝতে পারবে না। যদি এই দশ ক্রোড় ইংরেজ সব মরে যায়, খালি পুরোহিতকুল বেঁচে থাকে, বিশ বৎসরে আবার দশ ক্রোড়ের স্বঃি ! জাহাজের টালমাটালে অনেকেরই মাথা ধরে উঠেছে। টুটল বলে একটা ছোট মেয়ে বাপের সঙ্গে যাচ্ছে ; তার মা নেই। আমাদের নিবেদিতা টুটলের ও বোগেশের ছেলেপিলের মা হয়ে বসেছে। টুটুল বাপের কাছে মাইসোরে মানুষ হয়েছে। বাপ প্লান্টার। টুটলকে জিজ্ঞাসা করলুম টুটল! কেমন আছ ?” টুটুল বল্লে"এ বাঙ্গ লাটা ভাল নয়, বডড দোলে, আর আমার অসুখ করে।”
পাতা:পরিব্রাজক.djvu/৮৫
অবয়ব